আন্তর্জাতিক ডেস্ক
১৮ এপ্রিল ২০২৫, ০৮:০১ এএম
গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের শর্তে হামাস তাদের হাতে থাকা সব জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত। দলটির এক শীর্ষ নেতা ইসরায়েলকে এ প্রস্তাব দিয়েছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, টেলিভিশনে প্রচারিত এক ভাষণে হামাসের শীর্ষ নেতা ও আলোচনাকারী দলের প্রধান খলিল আল-হাইয়া বলেন, হামাস কোনো অস্থায়ী বা স্বল্পমেয়াদি সমঝোতায় রাজি নয়।
তিনি জানান, স্থায়ী যুদ্ধবিরতি, ফিলিস্তিনি বন্দিদের মুক্তি এবং গাজার পুনর্গঠনের প্রেক্ষিতে হামাস একটি ‘বিস্তৃত প্যাকেজ চুক্তি’র আলোচনায় বসতে প্রস্তুত। সেই আলোচনার অংশ হিসেবেই হামাস সব জিম্মিকে ছেড়ে দিতে পারে।
খলিল আল-হাইয়া আরও বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে গাজায় যুদ্ধ চালিয়ে যেতে চান। তাই তিনি শান্তিচুক্তি চান না।
তার দাবি, স্বল্পমেয়াদি যেকোনো চুক্তি নেতানিয়াহুর গণহত্যাকে আড়াল করার কৌশল হতে পারে। ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলি দখলদারিত্ব চললে হামাস প্রতিরোধ সংগ্রাম থেকে সরে আসবে না।
এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩২ জন নিহত হন। শুক্রবার সকালে খান ইউনিসের একটি বাড়িতে বোমা হামলায় একটি পরিবারের ১৩ জন সদস্য নিহত হন।
অন্যদিকে যুদ্ধের বিরুদ্ধে ইসরায়েলেও বিক্ষোভ বাড়ছে। ‘রিস্টার্ট ইসরায়েল’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ যুদ্ধ ও জিম্মিদের মুক্তির দাবিতে ৪৩টি পিটিশনে সই করেছেন।
এই পিটিশনে স্বাক্ষর করেছেন ইসরায়েলি সেনা, গোয়েন্দা সদস্য, লেখক, শিল্পীসহ দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক ও কয়েকজন সাবেক সেনাপ্রধানও।
যুদ্ধ বন্ধের পক্ষে এখন ইসরায়েলের ভেতরেও চাপ বাড়ছে। তবে এখনো হামাসের প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি ইসরায়েলি সরকার। সূত্র: রয়টার্স
এইউ