আন্তর্জাতিক ডেস্ক
০২ এপ্রিল ২০২৫, ০৪:০২ পিএম
বাসের জানালার বাইরে হাত রেখে বসেছিলেন দুই যাত্রী। উল্টো দিক থেকে আসা একটি বাস তাদের বাসটির গা ঘষে চলে যায়। এ সময় হঠাৎ দুই যাত্রী চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তাদের চিৎকারে বাসের অন্য যাত্রীরা ছুটে এসে দেখেন একজনের হাত নেই। বিপরীত দিকে থেকে ঘেঁষে চলে যাওয়া বাসে তার হাত বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে যায়। অন্যজনের হাত বিচ্ছিন্ন হলেও বাসের সঙ্গে ঝুলে থাকে।
বুধবার হাড় হিম করা দুর্ঘটনাটি ঘটেছে ভারতের নদিয়ার চাপড়া থানার সীমানগর বিএসএফ ক্যাম্পের কাছে।
আহত দুই যাত্রীর নাম অসিত দাস এবং সনাতন হালদার। অসিত পেশায় ঘটক আর সনাতন মাছ ব্যবসায়ী।
জানা যায়, সকালে কৃষ্ণনগর থেকে বাসে চড়ে হৃদয়পুরে যাচ্ছিলেন ওই দুইজন। চাপড়া বাসস্ট্যান্ডে এসে বাসটির দাঁড়ানোর কথা ছিল। তার আগেই করিমপুরের দিক থেকে কৃষ্ণনগরগামী একটি বাস তাদের বাসটির গা ঘেঁষে চলে যায়। এতে দুইজনের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সেই দৃশ্য ভয়ঙ্কর। এক ব্যক্তি প্রাণপণে চিৎকার করে চলেছেন। গলগলিয়ে রক্ত পড়ছে। হাতের অংশ কেটে মাটিতে পড়ে গিয়েছে। অন্যজনেরও অবস্থাও একই। তার হাত বাসের সঙ্গে ঝুলছে। দেখে সবাই ভয় পেয়ে যান।
এরপর কয়েকজন বাসযাত্রীর সহযোগিতায় তাদের কৃষ্ণনগর শক্তি নগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।
দুর্ঘটনার পর বাসটির চালককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনাটি তদন্ত করছে চাপড়া থানা পুলিশ।
এমআর