আন্তর্জাতিক ডেস্ক
০১ এপ্রিল ২০২৫, ০৫:১৭ পিএম
ভারতের গুজরাটে একটি খোলা মাঠে আছড়ে পড়ে সোমবার (৩১ মার্চ) সন্ধ্যায় বেসরকারি প্রশিক্ষণ একাডেমির একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে।
এ ঘটনায় এক নারী প্রশিক্ষণার্থী পাইলট আহত হয়েছেন। মেহসানা শহরের কাছাকাছি উচারপি গ্রামে একটি খোলা মাঠে বিমানটি বিধ্বস্ত হয়। খরব টাইমস অব ইন্ডিয়ার।
এটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন মেহসানা তালুকা থানার পরিদর্শক ডি.জি. বাদভা।
তিনি জানান, মেহসানা বিমানবন্দর থেকে উড্ডয়নের পর প্রশিক্ষণ বিমানটি উচারপি গ্রামের একটি মাঠে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় নারী প্রশিক্ষণার্থী পাইলট অলৌকিকভাবে বেঁচে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ কর্মকর্তা আরো জানান, বিমানবন্দর এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে এ ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে গত বছরের আগস্টে একটি বেসরকারি এভিয়েশন একাডেমির দুই আসনের সেসনা-১৫২ বিমান মধ্যপ্রদেশের গুনার বিমানঘাঁটিতে বিধ্বস্ত হয়। এ ঘটনায় দুই পাইলট আহত হয়।
-এমএমএস