images

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা

আন্তর্জাতিক ডেস্ক

২১ মার্চ ২০২৫, ০৮:৪৮ এএম

images

ইউক্রেনে ৩০ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলাকালেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) রুশ বাহিনী ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ব্যাপক হামলা চালায়। এই হামলায় শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, একদিনে তাদের হামলায় দুইশ'র বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। তবে ইউক্রেনীয় বাহিনীও পাল্টা হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার রাতে ইউক্রেনের ক্রোপিভনিতস্কি শহরে রুশ বাহিনী দফায় দফায় ড্রোন হামলা চালায়। এই হামলায় বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু হতাহতের খবরও পাওয়া গেছে।

একই সময়ে, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের সুমি অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় দুটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে, বুধবার দিনিপ্রো শহরে একটি বিদ্যুৎকেন্দ্রে পরপর দুটি হামলা চালায় রাশিয়ার সৈন্যরা। এই হামলার ফলে বিদ্যুৎকেন্দ্রের ব্যাপক ক্ষতি হয়।

যদিও এর কয়েক ঘণ্টা আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৩০ দিনের জন্য ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলা স্থগিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। 

এছাড়াও, একদিনেই রুশ বাহিনীর হাতে ২শ’র বেশি ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে রাশিয়ার এমন দাবির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি কিয়েভ।
 
রুশ বাহিনীকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনীও। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, একদিনেই জেলেনস্কি বাহিনীর ছোঁড়া বেশকিছু ড্রোন প্রতিহত করেছে তারা। এছাড়া ইউক্রেনীয় সেনাদের হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের একটি তেল ডিপোতে হামলার পর অগ্নিকাণ্ড ঘটেছে।
 
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে ফোনালাপ হয়েছে। হোয়াইট হাউস জানায়, জেলেনস্কি আংশিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। যদিও জেলেনস্কির অভিযোগ, যুক্তরাষ্ট্রের পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখান করেছেন পুতিন। মস্কোর আগ্রাসন রুখতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান জেলেনস্কি।
 
আগামী সোমবার সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনায় ইউক্রেনের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন বলে জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে তারা রাশিয়ার সঙ্গে এক কক্ষে থাকবেন না। ধারণা করা হচ্ছে, বৈঠকে ইউক্রেনের সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এদিন।
 
অন্যদিকে, আবারও পশ্চিমা মিত্রদের কাছ থেকে অস্ত্র সহায়তা পেতে যাচ্ছে কিয়েভ। জার্মান সরকার ইউক্রেনকে ৩৩০ কোটি ডলারের নতুন সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে।

/এএস