images

আন্তর্জাতিক

পাকিস্তানে যে তারিখে উদযাপন হতে পারে ঈদ

আন্তর্জাতিক ডেস্ক

১৯ মার্চ ২০২৫, ১২:৩৯ পিএম

images

দেখতে দেখতে সিয়াম সাধনার পবিত্র রমজান মাসের দ্বিতীয় দশকও শেষ হতে চলেছে। এ বছরের রমজান মাসটি ২৯ নাকি ৩০ দিনের হবে তা নিয়েও চলছে আলোচনা।

তবে পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে আগামী ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) রাতে দেশটির গণমাধ্যমগুলোর প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

পাকিস্তানের জাতীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হিলালের কেন্দ্রীয় কমিটি পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য আগামী ৩০ মার্চ, ২০২৫ (রমজান ২৯, ১৪৪৬ হিজরি) রোববার সন্ধ্যায় আঞ্চলিক কমিটিগুলোর সাথে বৈঠক করবে।

ওই বৈঠকে পাকিস্তানে রমজানের সমাপ্তি এবং ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে।মূল সভাটি ধর্ম বিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে। 

সেখানে ধর্মীয় পণ্ডিত, আবহাওয়া বিশেষজ্ঞ এবং অন্যান্য স্টেকহোল্ডাররা সারা দেশের চাঁদ দেখার প্রতিবেদন পর্যালোচনা করবেন।

গত মাসে পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) রমজান এবং শাওয়াল মাসের চাঁদের দৃশ্যমানতা পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে বৈজ্ঞানিক মূল্যায়ন, জ্যোতির্বিদ্যাগত গণনা এবং আধুনিক পর্যবেক্ষণমূলক তথ্য ব্যবহার করেছে।

জ্যোতির্বিদ্যার মডেল অনুসারে, আগামী ৩০ মার্চ পাকিস্তানে শাওয়ালের চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে। আর তেমনটি হলে ২৯ রোজা শেষেই রমজান মাসের সমাপ্তি এবং পরদিন ৩১ মার্চ দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

-এমএমএস