images

আন্তর্জাতিক

তাইওয়ানের আকাশে ৫৯ চীনা বিমানের মহড়া

আন্তর্জাতিক ডেস্ক

১৮ মার্চ ২০২৫, ০৫:৩১ পিএম

images

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার (১৮ মার্চ) জানিয়েছে, স্বায়ত্তশাসিত দ্বীপটির আকাশে মহড়া দিয়েছে ৫৯টি চীনা বিমান।

গত অক্টোবর এবং দ্বীপটির প্রেসিডেন্ট লাই চিং-তে চীনকে ‘বিদেশি শত্রু শক্তি’ বলে অভিহিত করার কয়েকদিন পর এটি সর্বোচ্চ সংখ্যক। খবর এনডিটিভির।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৫৯টি যুদ্ধবিমানের পাশাপাশি, নয়টি চীনা যুদ্ধজাহাজ এবং দুটি বেলুনও শনাক্ত করা হয়েছে। আর এগুলো শনাক্ত করা হয়েছে স্থানীয় সময় সোমবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে। 

মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে জানিয়েছে, বিমানগুলোর মধ্যে ৫৪টি সোমবার ‘যৌথ যুদ্ধ’ টহলে অংশ নিয়েছিল।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপ তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তির জন্য একটি কঠোর সতর্কবার্তা।

চীন জোর দিয়ে বলেছে, গণতান্ত্রিক তাইওয়ান তার ভূখণ্ডের অংশ এবং দ্বীপটিকে তার নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনে শক্তি প্রয়োগ করবো।

বেইজিং সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের চারপাশে যুদ্ধবিমান এবং নৌযান মোতায়েন বাড়িয়েছে, যা তাইপেই প্রত্যাখ্যান করে।

গত বৃহস্পতিবার, লাই চীনকে ‘বিদেশি শত্রু শক্তি’ হিসেবে আখ্যা দেন।  এছাড়া তিনি দ্বীপটিতে চীনা অনুপ্রবেশের তীব্রতা রোধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করেন।

-এমএমএস