images

আন্তর্জাতিক

সিরিয়ায় আসাদ সমর্থকদের সঙ্গে সামরিক বাহিনীর ব্যাপক সংঘর্ষ, বহু হতাহত

আন্তর্জাতিক ডেস্ক

০৭ মার্চ ২০২৫, ১১:৩৩ এএম

বিদ্রোহীদের আক্রমণের মুখে পালিয়ে যাওয়া সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত যোদ্ধাদের সঙ্গে দেশটির বর্তমান প্রশাসনের নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। দেশটির লাতাকিয়া প্রদেশে রাশিয়া নিয়ন্ত্রিত একটি বিমানঘাঁটির কাছে হওয়া ওই সংঘর্ষে বহু মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। সংঘর্ষের ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত সেখানে কারফিউ ঘোষণা করা হয়েছে। খবর বিবিসির।

গত বছরের ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর থেকে সিরিয়ার ইসলামপন্থী সরকারের অনুগত বাহিনীর ওপর এটিই সবচেয়ে সহিংস হামলা।

দেশটির রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয়েছে, লাতাকিয়া প্রদেশে রাশিয়া-নিয়ন্ত্রিত একটি বিমানঘাঁটির কাছে সংঘর্ষে বহু মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজন সৈন্যও আছেন।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, সামরিক বাহিনীর বিশাল এক বহর দেশটির জাবলে শহরের দিকে অগ্রসর হচ্ছে। এই ঘটনায় নিহতের সংখ্যা সম্পর্কে বিভিন্ন সূত্র থেকে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।

বৃহস্পতিবার রাতে সিরিয়া-ভিত্তিক স্টেপ নিউজ এজেন্সি জানিয়েছে, সরকার-সমর্থিত সামরিক বাহিনী ‘প্রায় ৭০’ জন আসাদ সমর্থককে হত্যা করেছে। সেই সঙ্গে জাবলে ও আশপাশের এলাকা থেকে আরও ২৫ জনকে আটক করেছে।

অন্যদিকে সংবাদ সংস্থা এএফপি একজন যুদ্ধ পর্যবেক্ষকের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে এই সংঘর্ষে মোট ৪৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৬ জন সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্য, ২৮ জন আসাদ অনুগত যোদ্ধা এবং চার জন সাধারণ নাগরিক। সিরিয়ার হমস ও আলেপ্পো শহরেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল হাসান আবদুল ঘানি লাতাকিয়ায় আসাদ অনুগতদের প্রতি একটি সতর্কবার্তা দিয়েছেন এবং সরকারি গণমাধ্যমে কথা বলেছেন। তিনি বলেন, ‘হাজার হাজার মানুষ তাদের অস্ত্র সমর্পণ করে নিজ নিজ পরিবারের কাছে ফিরে যাওয়ার পথ বেছে নিয়েছে, অথচ কিছু মানুষ এখনও হত্যাকারী ও অপরাধীদের রক্ষার জন্য মৃত্যুকে বেছে নিচ্ছে। সিদ্ধান্ত স্পষ্ট‒ হয় অস্ত্র ছাড়ো বা অবশ্যম্ভাবী পরিণতির জন্য প্রস্তুত হও।’

এমআর