আন্তর্জাতিক ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১১ পিএম
আফ্রিকার দেশ কঙ্গোর উত্তর-পশ্চিমাঞ্চলে অজানা রোগে অন্তত ৫৩ জন লোক প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
‘হু’-র দাবি, অধিকাংশ ক্ষেত্রে রোগের লক্ষণ প্রকাশের পর থেকে মৃত্যুর সময় মাত্র ৪৮ ঘণ্টা, যা খুবই উদ্বেগজনক। খবর দ্যা ওয়াশিংটন পোস্টের।
গত ২১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৪১৯ জন এ অজ্ঞাত রোগে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে ৫৩ জনের মৃত্যু হয়েছে।
‘হু’-এর আফ্রিকা দপ্তর জানিয়েছে, প্রথম ঘটনায় বলোকো শহরে তিন শিশু বাদুড়ের মাংস খাওয়ার পরে তাদের মধ্যে রক্তক্ষরণজনিত জ্বরের লক্ষণ দেখা দেয়।
৪৮ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়। বন্যপ্রাণী থেকে মানুষের মধ্যে জীবাণু সংক্রমণ নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন বিশেষজ্ঞেরা। ‘হু’ জানিয়েছে, ২০২২ সাল থেকে আফ্রিকায় এ ধরনের রোগ দ্রুত বাড়ছে।
জানুয়ারি থেকে জ্বর, বমি, ডায়রিয়া, পেশী ব্যথা, মাথাব্যথা এবং ক্লান্তিতে ভুগছেন এমন ব্যক্তিদের মধ্যে কমপক্ষে ৪৩১ জন এ রোগে আক্রান্ত।
এই অসুখটি - একোয়াতেউর প্রদেশের দুটি গ্রামে ছড়িয়ে পড়েছে, এ রোগে মৃত্যুর হার ১২.৩ শতাংশ বলে জানিয়েছে হু।
-এমএমএস