images

আন্তর্জাতিক

চীনে ভূমিধসে চাপা পড়েছে ১০ বাড়ি, নিখোঁজ অন্তত ৩০

আন্তর্জাতিক ডেস্ক

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৭ পিএম

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ভয়াবহ ভূমিধসের ঘটনায় ১০টি বাড়ি চাপা পড়েছে। এতে কমপক্ষে ৩০ জন নিখোঁজ এবং ২০০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

শনিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে প্রদেশের ইবিন শহরের জিনপিং গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, ভূমিধসে ১০টি বাড়ি চাপা পড়েছে, ৩০ জনের বেশি নিখোঁজ রয়েছে এবং প্রায় ২০০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এলাকাটিতে এখনো খণ্ড খণ্ড ভূমিধস চলায় এলাকাটি এড়িয়ে চলা উচিত বলছেন স্থানীয়রা।

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিখোঁজদের সন্ধান ও উদ্ধারে ‘সম্ভব সব কিছু করার, প্রাণহানি কমানোর এবং পরবর্তী পরিস্থিতি যথাযথভাবে সামলানোর’ নির্দেশ দিয়েছেন।

এদিকে, দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক অনলাইন পোস্টে জানিয়েছে, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে জীবিতদের সন্ধান চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত দুজনকে উদ্ধার করা হয়েছে।

এছাড়া দুর্যোগ মোকাবিলায় ৩০ মিলিয়ন ইউয়ান (প্রায় ৪.১ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এমএইচটি