নিজস্ব প্রতিবেদক
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৮ এএম
ঢাকায় শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫’। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মেলা ৮ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
মেলায় প্রবেশ ফি নির্ধারিত হয়েছে জনপ্রতি ৫০টাকা। ভিজিটররা প্রবেশ টিকিটের ওপর আয়োজিত র্যাফেল ড্র’তে ৪৫টি আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাবেন।
গত সোমবার সোনারগাঁ হোটেলে এ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদানকালে বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম আসন্ন মেলাটির বিভিন্ন দিক তুলে ধরেন। সংবাদ সম্মেলনে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (বিপনন) একেএম শহিদুল ইসলাম, ফার্স্টট্রিপের প্রধান পরিচালন কর্মকর্তা হাসনাইন রফিক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কার্ড বিভাগ প্রধান মো. আবু বকর সিদ্দীক বক্তব্য রাখেন।
এবারের পর্যটন মেলায় ইউএই, ইরান, মালদ্বীপ, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, জর্ডান, ভারত এবং স্বাগতিক বাংলাদেশের ৫০টির অধিক প্রতিষ্ঠান ও সংস্থা তাদের পন্য ও সেবা প্রদর্শন করবে। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন, ট্রাভেল এজেন্সী, হোটেল ও রিসোর্ট, ট্যুর অপারেটর, আর্থিক প্রতিষ্ঠানসহ ভ্রমণ ও পর্যটন সংক্রান্ত অন্যান্য কোম্পানি।
মেলা চলাকালীন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ভিজিটরদের জন্য দেশ-বিদেশের এয়ারটিকিট, হোটেল ও রিসোর্ট রুম, ভ্রমণ প্যাজেক ইত্যাদির ওপর আকর্ষণীয় মূল্যছাড় প্রদান করা হবে।
এবারের আসরে টাইটেল স্পন্সরের ভূমিকা পালন করছে দেশের শীর্ষস্থানীয় বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। কো-স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সী ফার্স্টট্রিপ এবং ট্রাভেল কোম্পানি আকিজ এয়ার। মেলার এয়ারলাইন পার্টনার জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ব্যাংকিং পার্টনার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
টিএই/ইএ