images

আন্তর্জাতিক

তিব্বতে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কাঁপল আরও চার দেশ

নিজস্ব প্রতিবেদক

০৭ জানুয়ারি ২০২৫, ০৭:৪৫ এএম

তিব্বতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। নেপালে আঘাত হানা এই ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ, ভারত, ভুটান ও চীনও। এসব দেশে অনেক শহরের বহুতল ভবনগুলোতে ব্যাপক কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

নেপালি সংবাদমাধ্যম কাঠমুন্ডু পোস্টেও ভূমিকম্পের তথ্য নিশ্চিত করা হয়েছে। অবশ্য কম্পনের জেরে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

আরও পড়ুন

৬.৯ মাত্রার ভূমিকম্পে ধসে পড়বে ঢাকার সাড়ে ৮ লাখ ভবন!

তবে কম্পন শুরুর পর মানুষ বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তাদের চোখেমুখে ছিল কম্পনের ছাপ।

india

২০১৫ সালের ২৫ এপ্রিল পোখারা ও কাঠমান্ডুর মধ্যে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার এক ভূমিকম্পে ৮ হাজার ৯৬৪ জনের প্রাণহানি ঘটেছিল। আহত হয়েছিলেন ২২ হাজার মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছিল লাখ লাখ স্থাপনা।

আরও পড়ুন

ঢাকার আশপাশে বারবার ভূমিকম্প, কোথায় ঝুঁকি কতটা, ইতিহাস কী বলছে?

এদিকে তিব্বতের এই ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশও। তবে কাঁপুনি ততটা জোরালো ছিল না। প্রাথমিকভাবে বাংলাদেশে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। চার দিন আগেও ভূমিকম্প আঘাত হেনেছিল বাংলাদেশে।

এর আগে গত ৩ জানুয়ারি রাজধানী ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।

এমআর