আন্তর্জাতিক ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪৪ পিএম
হিজাব বিতর্কের বিষয়ে তসলিমা নাসরিনের মন্তব্য- 'হিজাব হলো সতীত্বের পাহারাদারি করা পোশাক। যা মনে করিয়ে দেয়, মেয়েরা আসলে সম্ভোগের বস্তু।'
বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন ঘৃণার প্রতীক বলে মন্তব্য করেছেন ভারতের আলোচিত মুসলিম নেতা ও রাজনৈতিক দল এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি।
হিজাব বিতর্কের বিষয়ে তসলিমা নাসরিনের মন্তব্য- 'হিজাব হলো সতীত্বের পাহারাদারি করা পোশাক। যা মনে করিয়ে দেয়, মেয়েরা আসলে সম্ভোগের বস্তু।'
তসলিমার এই মন্তব্যের পরই তাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেন ওয়াইসি।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াইসি বলেন, 'আমি এমন কোনো মানুষকে উত্তর দিতে চাই না যিনি ঘৃণার প্রতীকে পরিণত হয়েছেন। এমন কোনো মানুষকে উত্তর দেব না যাকে আশ্রয় দেওয়া হয়েছিল এবং যিনি ভারতে পড়ে রয়েছেন নিজের দেশে আত্মরক্ষা করতে না পেরে। তাই আমি এখানে বসে তাকে নিয়ে কোনো আলোচনা করব না।”
হিজাব বিতর্ক ছড়িয়ে পড়েছে গোটা ভারতে। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ হবে কি না তা নিয়ে মামলা চলছে কর্ণাটক হাইকোর্টে।
হিজাবকাণ্ডে এক সাক্ষাৎকারে বৃহস্পতিবার তসলিমা বলেন, 'একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পোশাক হওয়া উচিত ধর্মীয় ভেদাভেদহীন। শিক্ষকরা যে শিক্ষার্থীদের ধর্মীয় পোশাক পরে স্কুল-কলেজে আসতে বারণ করছেন, এর মধ্যে কোনো ভুল নেই। শিক্ষা প্রতিষ্ঠান ধর্মচর্চা তথা ব্যক্তিগত ভাবাবেগ অনুশীলনের জায়গা নয়।'
সাক্ষাৎকারে তসলিমা দাবি করেন, হিজাব, বোরখা বা নিকাব নারী নিপীড়নের প্রতীক। তার মতে, 'হিজাব, বোরখা, নিকাব আসলে দেগে দেয় যে মেয়েরা যৌন বস্তু ছাড়া কিছু নয়। পুরুষদের থেকে মেয়েদের লুকিয়ে রাখা দরকার, নচেত তারা পুরুষের যৌন আসক্তির শিকার হবে, এই ভাবনা খুবই নিন্দনীয়। এই মনোভাবের দ্রুত অবসান হওয়া উচিত।'
একে