images

আন্তর্জাতিক

সরকারি প্রতিষ্ঠানগুলো যথারীতি কাজ চালিয়ে যাবে: সিরিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

০৮ ডিসেম্বর ২০২৪, ১১:১১ এএম

images

প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পালিয়ে যাওয়ার পর সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি বলেছেন, সরকারি প্রতিষ্ঠানগুলো যথারীতি কাজ চালিয়ে যাবে।

তিনি বলেন, বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা আমার নেই।

আল-জালালি আরও বলেছেন, আমি সকলকে যৌক্তিকভাবে ভাবার এবং দেশ নিয়ে চিন্তা করার আহ্বান জানাচ্ছি।

এ সময় তিনি দেশের জনগণকে সরকারি সম্পত্তি রক্ষার আহ্বান জানান।

সিরিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমরা বিদ্রোহীদের দিকে আমাদের হাত বাড়িয়ে দিচ্ছি। ইতোমধ্যে তারাও তাদের হাত বাড়িয়ে দিয়েছেন এবং দৃঢ়ভাবে ঘোষণা দিয়ে বলেছেন যে, তারা এই দেশের কারও ক্ষতি করবেন না।

আরও পড়ুন

দামেস্ক ছেড়ে পালালেন বাশার আল-আসাদ

এর আগে, রোববার (৮ ডিসেম্বর) ভোরে বিমানে করে পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। হোমস শহর দখলের পর বিদ্রোহীরা রাজধানী দামেস্কে ঢুকতে শুরু করতেই বিমানে করে অজানা গন্তব্যের উদ্দেশে উড়াল দেন তিনি।

এ বিষয়ে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, দামেস্ক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত বিমান উড্ডয়ন করে। সম্ভবত বাশার আল-আসাদ ওই বিমানে করেই পালিয়েছেন। বিমানবন্দরে সরকারি বাহিনীর সদস্যরা বিদায় জানানোর পর সেটি উড্ডয়ন করে।

এরপরই সিরিয়াকে ‘মুক্ত’ ঘোষণা করে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামস (এইচটিএস)। স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাজধানী দামেস্ক থেকে পালিয়ে যাওয়ার পর গোষ্ঠীটি এই ঘোষণা দেয়।

বিদ্রোহী গোষ্ঠীটি ঘোষণা দেয়, আসাদ সরকারের অর্ধ শতাব্দীর শাসনামলে বাস্তুচ্যুত বা কারাগারে বন্দি সিরিয়ানরা এখন ঘরে ফিরতে পারবেন। এটি হবে একটি ‘নতুন সিরিয়া’, যেখানে সবাই শান্তিতে বসবাস করবে এবং ন্যায়বিচারের জয় হবে।

সূত্র: আল-জাজিরা

এমএইচএম