আন্তর্জাতিক ডেস্ক
০৯ নভেম্বর ২০২৪, ০৪:২১ পিএম
আয়ারল্যান্ড প্রথমবারের মতো তাদের দেশে ফিলিস্তিনি রাষ্ট্রদূত নিয়োগ দিতে রাজি হয়েছে।
সম্প্রতি আয়ারল্যান্ডের সরকারি সূত্র ঘোষণা করেছে, আয়ারল্যান্ডে ফিলিস্তিনি প্রতিনিধি দলের প্রধান জিলান ওয়াহবা আব্দুল মাজিদ রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। খবর ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা মেহের নিউজের।
এ বছরেরে মে মাসে আয়ারল্যান্ডসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।
ফিলিস্তিনও গত অক্টোবরে ঘোষণা করেছিল তারা আয়ারল্যান্ডের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও বাড়াতে চায়। বর্তমানে তারা আয়ারল্যান্ডে নিজেদের রাষ্ট্রদূত হিসেবে একজনকে বেছে নিয়েছে।
ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী সেনাবাহিনীর চালানো গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদকারী কয়েকটি ইউরোপীয় দেশের অন্যতম আয়ারল্যান্ড।
আয়ারল্যান্ডের প্রতিনিধিরা ইউরোপীয় ইউনিয়নের মতো বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বহুবার ইসরায়েলি অপরাধযজ্ঞের সমালোচনা করেছে।
-এমএমএস