images

আন্তর্জাতিক

১২০ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসালেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক

০৬ নভেম্বর ২০২৪, ০৪:২৮ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে দৌড়ে অনেকটাই এগিয়ে ডোনাল্ড ট্রাম্প। লক্ষ্য থেকে আর মাত্র ৩ ভোট দূরে তিনি। সম্ভাব্য ফলাফলের ভিত্তিতে ইতোমধ্যে ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে ফক্স নিউজ। আর এরপরই নিজেই নিজেকে বিজয়ী ঘোষণা করেন। সব মিলিয়ে ট্রাম্পের হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়া সময়ের ব্যাপার মাত্র। আর সেটি হওয়ার সঙ্গে সঙ্গে ১২০ বছরের একটি রেকর্ডে ভাগ বসাতে যাচ্ছেন তিনি।

ট্রাম্পের এ সম্ভাব্য জয় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ডের কথা মনে করিয়ে দেয়। ক্লিভল্যান্ড যুক্তরাষ্ট্রের একমাত্র প্রেসিডেন্ট, যিনি দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন, তবে তা ধারাবাহিক ছিল না। প্রথমে গ্রোভার ক্লিভল্যান্ড যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ১৮৮৫ থেকে ১৮৮৯ সাল পর্যন্ত। কিন্তু দ্বিতীয় মেয়াদে পুনঃনির্বাচনে দাঁড়িয়েও তিনি ১৮৮৮ সালে পরাজিত হন। এরপর তিনি ১৮৯২ সালে আবারও নির্বাচনে অংশ নেন এবং জয়ী হন, যার মাধ্যমে তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। গ্রোভার ক্লিভল্যান্ড যুক্তরাষ্ট্রের ২২তম ও ২৪তম প্রেসিডেন্ট হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।

গ্রোভার ক্লিভল্যান্ডের এই নজির অনুসরণ করে এবার ডোনাল্ড ট্রাম্পও দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হচ্ছেন, যা তাকে যুক্তরাষ্ট্রের ৪৫তম ও ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করবে। প্রথমবার ২০১৬ সালে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি চার বছরের জন্য ক্ষমতায় ছিলেন। তবে ২০২০ সালে পুনঃনির্বাচনে পরাজিত হন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে। এরপর দীর্ঘ কয়েক বছরের প্রচারণা ও রাজনৈতিক উত্তেজনার পর ২০২৪ সালের নির্বাচনে আবারও জয়ী হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

এমএইচটি