images

আন্তর্জাতিক

বারমুডা ট্রায়াঙ্গলে ভ্রমণের সুযোগ, হারিয়ে গেলে টাকা ফেরত!

আন্তর্জাতিক ডেস্ক

৩০ মে ২০২২, ০১:০৬ পিএম

হাজারো রহস্যে মোড়া উত্তর আটলান্টিক মহাসাগরের বারমুডা ট্রায়াঙ্গল। সেখানে গিয়ে অনেক জাহাজের হারিয়ে যাওয়ার গল্প রয়েছে। তবে রহস্যেঘেরা এই স্থানে এবার ভ্রমণ প্যাকেজ ঘোষণা করে তোলপাড় ফেলে দিয়েছে  মার্কিন পর্যটন সংস্থা হলিডে মেকার ট্রাভেল এর এনশিয়েন্ট মিস্ট্রিজ ক্রুজ । 

এই সংস্থা জানিয়েছে, প্রমোদতরীতে ভ্রমণে যেতে পারবেন বারমুডা ট্রায়াঙ্গলে। যদি সেখানে জাহাজ হারিয়ে যায় তাহলে ভ্রমণকারীদের অ্যাকাউন্টে সব টাকা ফেরত দেয়া হবে। খবর টাইমস অব ইন্ডিয়ার

আটলান্টিক মহাসাগরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব উপকূলে বারমুডা, ফ্লোরিডা এবং পুয়ের্তো রিকোর মাঝামাঝি প্রায় পাঁচ লাখ স্কয়ার মাইল এলাকাটি বারমুডা ট্রায়াঙ্গল নামে পরিচিত। কথিত আছে, ১৯৪৫ সালের গোড়ায় মার্কিন নৌবাহিনীর পাঁচটি বিমান এখানে রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। সেটির খোঁজে নামা ষষ্ঠ বিমানও নিখোঁজ হয়। 

এমন ঘটনা পরে আরও বহু বার ঘটেছে বলে শোনা যায়। বছর পাঁচেক আগেও ভূপৃষ্ঠ থেকে ২৫ হাজার ফুট দিয়ে ওড়ার সময়ে একটি বেসরকারি বিমানও রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিমানের কিছু ধ্বংসাবশেষ মেলে। ওই বছরই অস্ট্রেলীয় এক বিজ্ঞানী দাবি করেন, বারমুডা ট্রায়াঙ্গলে আদৌ কোনো রহস্য নেই। বরং দশকের পর দশক ধরে ওই এলাকায় যতগুলো বিমান ও জাহাজ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে, তা মূলত চালকের ভুল কিংবা ভয়ঙ্কর খারাপ আবহাওয়ার কারণেই।

সেই বারমুডা ট্রায়াঙ্গলেই প্রমোদভ্রমণের বন্দোবস্ত করছে মার্কিন ওই পর্যটন সংস্থা। সংস্থাটির তরফে বলা হয়েছে, দিন দুয়েকের এই সফরে যাত্রীদের মাথাপিছু খরচ পড়বে বাংলাদেশি মুদ্রায় দেড় লাখ টাকা প্রায়। যাত্রীদের সুস্থভাবে এবং নিরাপদে ঘোরার ১০০ শতাংশ মৌখিক গ্যারান্টি দিচ্ছে সংস্থাটি। 

সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে, আগামী বছর মার্চে নিউইয়র্ক থেকে বারমুডা ট্রায়াঙ্গল যাবে তাদের প্রমোদতরী। 'গ্লাস-বটম বোটে' এক্সক্লুসিভ বারমুডা-সফরের হাতছানি। সঙ্গে আবার হারিয়ে গেলে ১০০ শতাংশ টাকা ফেরতের প্রতিশ্রুতি। 

এখন দেখার বিষয় কতজন তাদের এই ভ্রমণে অংশগ্রহণের আগ্রহ দেখান।

একে