images

আন্তর্জাতিক

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক

১৬ অক্টোবর ২০২৪, ০৮:১৯ এএম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন দেখা গেছে। এবার একবারে ৪ শতাংশের বেশি কমেছে জ্বালানি তেলের দাম।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৩ দশমিক ৩৩ ডলার বা ৪ দশমিক ৫ শতাংশ কমে ৭০ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। 

আরও পড়ুন

ইরানের সামরিক স্থাপনায় হামলা করতে চান নেতানিয়াহু

অন্যদিকে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ২৮ ডলার বা ৪ দশমিক ২ শতাংশ কমে ৭৪ দশমিক ১৮ ডলার হয়েছে।

এর আগে, উভয় বেঞ্চমার্কের দাম অন্তত চার ডলার কমে তেলের দাম কমে সর্বনিম্ন হয়।

উল্লেখ্য, ইরানের তেল স্থাপনায় ইসরায়েল হামলা না করার ঘোষণা এবং দুর্বল চাহিদার পূর্বাভাসের কারণেই তেলের দাম কমেছে বলে ধারণা করা হচ্ছে।

এমএইচএম