images

আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ হয়েছে: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

০২ অক্টোবর ২০২৪, ০৮:১৪ এএম

ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ ও অকার্যকর হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান।

মঙ্গলবার (১ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। খবর টাইমস অব ইসরায়েলের।

ইরানের মিসাইল হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়ে মার্কিন এই কর্মকর্তা বলেন, এই হামলার কঠোর পরিণতি হবে এবং আমরা ইসরায়েলের সঙ্গে এ ব্যাপারে কথা বলব।

আরও পড়ুন

এবার যুক্তরাষ্ট্রকে ইরাকি সশস্ত্র গোষ্ঠীর কঠোর হুঁশিয়ারি

এ হামলার প্রতিক্রিয়া কেমন হতে পারে, এমন প্রশ্নের জবাবে সুলিভান আরও বলেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে এবং এ আলোচনা অব্যাহত থাকবে।

তিনি বলেন, ইরান ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং মার্কিন নৌ ডেস্ট্রয়ার ইসরায়েলের প্রতিরক্ষায় অংশ নিয়েছিল এবং বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

জ্যাক সুলিভান বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হোয়াইট হাউসে সিচুয়েশন রুম থেকে হামলা পর্যবেক্ষণ করেছেন।

এমএইচএম