images

আন্তর্জাতিক

এবার যুক্তরাষ্ট্রকে ইরাকি সশস্ত্র গোষ্ঠীর কঠোর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

০২ অক্টোবর ২০২৪, ০৭:১২ এএম

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তুমুল উত্তেজনা বিরাজ করছে। এ অবস্থায় এবার যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরাকের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী রেজিস্ট্যান্স কোঅর্ডিনেশন কমিটি। গোষ্ঠীটি বলেছে, ওয়াশিংটন যদি ইরানে হামলা চালাতে ইসরায়েলের সঙ্গে যোগ দেয় তাহলে তারা ইরাকে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করবে। খবর আল-জাজিরার।

মঙ্গলবার (১ অক্টোবর) টেলিগ্রামে এক বার্তায় ইরাকি কোঅর্ডিনেশন কমিটি এ হুঁশিয়ারি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, আমেরিকানরা যদি ইসলামিক প্রজাতন্ত্রের (ইরানের) বিরুদ্ধে কোনো শত্রুতামূলক পদক্ষেপ নেয় বা যদি জায়নবাদী শত্রু ইরানের ভূখণ্ডে বোমা হামলা চালানোর জন্য ইরাকি আকাশসীমা ব্যবহার করে, তাহলে ইরাক ও এই অঞ্চলে সমস্ত আমেরিকান ঘাঁটি ও স্বার্থ আমাদের লক্ষ্যবস্তু হবে।

আরও পড়ুন

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

গত প্রায় এক বছর ধরে অবরুদ্ধ গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সামরিক আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। পাশাপাশি লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনেও ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সামরিক বাহিনী।

এতে নারী ও শিশুসহ হাজার হাজার নিরীহ ও নিরস্ত্র মানুষ হতাহত হয়েছে এবং এখনও হচ্ছে। নিহত হয়েছে হামাস, হিজবুল্লাহ ও ইরানি সামরিক বাহিনীর অনেক নেতা ও কমান্ডারও। এরপর মঙ্গলবার (১ অক্টোবর) ইসরায়েলি বাহিনী জানায়, তারা লেবাননে স্থল অভিযান শুরু করেছে যেটাকে তারা ‘সীমিত’ বলে অভিহিত করেছে।

এসব হামলা ও হাজার হাজার মানুষ হত্যার জবাবেই মঙ্গলবার রাতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

হামলার পর ইরানের এই বাহিনী বলেছে, গাজায় গণহত্যা এবং হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির নেতা ও কমান্ডার হত্যার জবাবে এই হামলা চালানো হয়েছে। 

এমএইচএম