images

আন্তর্জাতিক

প্রায় নিশ্চিত আলবেনিয়ার ইইউ সদস্য পদ

আন্তর্জাতিক ডেস্ক

২২ মে ২০২২, ০১:৫৪ পিএম

ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনা শুরু করার জন্য সমস্ত শর্ত পূরণ করেছে বলকান রাষ্ট্র আলবেনিয়া। শুক্রবার (২০ মে) ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল এ তথ্য নিশ্চিত করেছেন।

আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এডি রামার সাথে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি মিশেল বলেন, ‘‘অধিভুক্তির আলোচনা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা উচিত।’’ খবর আনাদোলু এজেন্সি।

আলবেনিয়াকে ইউরোপীয় পরিবারের একটি অংশ উল্লেখ করেন তিনি। ইউরোপীয় কাউন্সিলের সভাপতি বলেন, ‘‘ইইউ আলবেনিয়ার বৃহত্তম ব্যবসায়িক অংশীদার এবং বৃহত্তম আর্থিক সহায়তার প্রদানকারী। ইইউ বর্ধিতকরণ প্রক্রিয়াটিকে পুনরায় সক্রিয় করা আগের চেয়ে আরও গুরুত্বপূর্ণ।’’

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘‘ইইউ এই অঞ্চলের সমস্ত আলবেনিয়ান এবং অংশীদারদের জন্য বাস্তব সুবিধা প্রদানের জন্য কাজ করছে। ইইউতে যোগদানের আলোচনা সম্পূর্ণরূপে সম্পন্ন না হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরিবর্তে এখনই একীকরণকে ত্বরান্বিত করা উচিত।’’

পশ্চিম বলকান দেশগুলো সফরে রয়েছে চার্লস মিশেল। আলবেনিয়ায় ছিল তার সফরের দ্বিতীয় দিন। এরপর মঙ্গলবার (২৪ মে) বেলগ্রেডে সার্বিয়ার রাষ্ট্রপতি অ্যালেক্সান্ডার ভুসিকের সাথে দেখা করেন।

পশ্চিম বলকান দেশগুলোর ইইউ যোগদানে জুনে একটি বৈঠক আয়োজনের আশাও প্রকাশ করেন ইউরোপীয় কাউন্সিলের সভাপতি। তিনি বলেন, ‘‘জুনে … আমরা, আপনার এবং অন্যান্য পশ্চিম বলকান নেতাদের সাথে ব্রাসেলসে ২৭ ইইউ নেতাদের একটি বৈঠকের আয়োজন করব।’’

টিএম