images

আন্তর্জাতিক

ভারতে কমল ডিজেল-পেট্রোলের দাম, ভর্তুকি রান্নার গ্যাসেও

আন্তর্জাতিক ডেস্ক

২২ মে ২০২২, ১০:০১ এএম

ভারতে দামের ওপর শুল্ক কমিয়ে দেয়ায় এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে ডিজেল-পেট্রোলের। শনিবার সন্ধ্যায় দেশে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর কথা ঘোষণা করেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। 

রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর পেট্রলে লিটারপ্রতি দাম কমেছে ৯ টাকা ৫০ পয়সা। আর ডিজেলে দাম কমেছে লিটারপ্রতি ৭ টাকা করে। খবর হিন্দুস্তান টাইমসের

রান্নার গ্যাসের দামেও ভর্তুকি বাড়ানোর ঘোষণা দিয়েছেন নির্মলা সীতারমণ। তিনি জানিয়েছেন, এখন থেকে সিলিন্ডারপ্রতি ভর্তুকি মিলবে ২০০ টাকা করে। বছরে ১২টি সিলিন্ডার পর্যন্ত এই ভর্তুকি পাওয়া যাবে। উজ্জ্বলা যোজনার আওতায় থাকা ৯ কোটি গ্রাহক এই সুবিধা পাবেন। 

গত ৭ বছরে মোদি সরকার জ্বালানি থেকে রেকর্ড পরিমাণ শুল্ক সংগ্রহ করেছে। দফায় দফায় বাড়ানো হয়েছে জ্বালানির দাম। যার জেরে বিরোধী শিবিরের রোষানলেও পড়তে হয়েছে সরকারকে। পেট্রল-ডিজেলের মূল্য নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধীরা লাগাতার আক্রমণ করে চলেছে বিজেপিকে। যার ফলে সরকারের উপর চাপ ক্রমশ বাড়ছিল। চাপের মুখে পড়ে কার্যত বাধ্য হয়েই শুল্ক কমানোর সিদ্ধান্ত নিল মোদি সরকার। 

পেট্রল-ডিজেলে শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণার পরই এ নিয়ে সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সিদ্ধান্তে সাধারণ মানুষের জীবনযাপন আরও সহজ হবে বলে দাবি করে মোদি জানান, ‘আমাদের কাছে মানুষই সবার আগে।’

টুইট বার্তায় মোদি বলেন, 'আমাদের কাছে সবসময় সবার আগে মানুষ। আজকের সিদ্ধান্ত, বিশেষ করে পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত বহু ক্ষেত্রকে প্রভাবিত করবে। আমাদের নাগরিকদের জীবনযাত্রা আরও সহজ করবে।'

রান্নার গ্যাসের ভর্তুকি নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্য, 'উজ্জ্বলা যোজনা কোটি কোটি ভারতবাসীকে সাহায্য করছে। বিশেষ করে নারীদের। আজকের সিদ্ধান্ত নাগরিকদের মাসিক খরচ অনেকটা কমবে।'

একে