images

আন্তর্জাতিক

রানওয়েতে একসঙ্গে দুই বিমান, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

০৯ জুন ২০২৪, ০৪:২৬ পিএম

ভারতে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর দুটি বিমান। শনিবার (৮ জুন) মুম্বাই বিমানবন্দরে একই রানওয়েতে চলে এসেছিল বিমান দুটি। মুহূর্তেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ঘটনার ভিডিও। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইন্ডিগোর একটি বিমানকে রানওয়েতে অবতরণের নির্দেশনা দেওয়া হয়। ঠিক একই সময়ে রানওয়েতে অবস্থান করছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এয়ার ইন্ডিয়ার বিমানটি রানওয়ে ছাড়ার আগেই ইন্ডিগোর বিমানটিকে অবতরণের নির্দেশনা দেওয়া হয়। তবে দুটি বিমান কাছাকাছি হওয়ার আগেই এয়ার ইন্ডিয়ার বিমানটি রানওয়ে ছেড়ে যায়।

ডিরেক্টরেট অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।

এক বিবৃতিতে ইন্ডিগো জানিয়েছে, ইন্দোর থেকে ৬ই ৬০৫৩ ফ্লাইটটি মুম্বাইয়ে আসছিল। মুম্বাই এয়ার ট্রাফিকের সবুজ সংকেত পেয়ে বিমানটি অবতরণ করেছে।

এ ঘটনায় মুম্বাই বিমানবন্দরে হইচই পড়ে গেছে। এমনকি বিমানবন্দরে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।