images

আন্তর্জাতিক

রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাবে জার্মানিতে বেড়েছে শস্যের দাম

আন্তর্জাতিক ডেস্ক

১৪ মে ২০২২, ০৫:০২ পিএম

চলমান রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাবে জার্মানিতে রেকর্ড ছুঁয়েছে শস্যের দাম, ২০১১ সালের মে পর আবারও সর্বোচ্চ দামে শস্য কিনছেন দেশটির নাগরিকরা। শুক্রবার (১৩ মে) দেশটির সরকারি তথ্যের বরাতে এ খবরে দিয়েছে আনাদোলু এজন্সি।

জার্মানির পরিসংখ্যান অফিস ডেস্ট্যাটিসের এক বিবৃতি অনুসারে, চলতি বছরের মার্চে শস্যের আমদানি মূল্য বার্ষিক ভিত্তিতে ৫৩.৬ শতাংশ বেড়েছে। যা ২০১১ সালের মে মাসের মূল্য বৃদ্ধির রেকর্ড স্পর্শ করেছে।

বিবৃতিতে জানা যায়, এক বছর আগের তুলনায় চলতি বছরের মার্চে গম, বার্লি, রাই এবং ওটসের দাম ৬৫.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর ভুট্টার দাম বেড়েছে ৩৭.৪ শতাংশ।

বিশ্বের জনসংখ্যার ৩৫ শতাংশের বেশি মানুষের জন্য গম প্রধান খাদ্য। রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন ও সরবরাহে। দেশ দুটি বিশ্বের ১৯ শতাংশ বার্লি, ১৪ শতাংশ গম এবং ৪ শতাংশ ভুট্টা সরবরাহ করে।

৫০টি দেশের ৩০ শতাংশের বেশি গমের যোগান দেয় রাশিয়া ও ইউক্রেন। গমের উচ্চ মূল্যের কারণে বিশ্বব্যাপী ভুট্টার বাণিজ্য সংকুচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

টিএম