images

আন্তর্জাতিক

ইউরোপ জুড়ে ন্যাটোর বড় আকারের সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্ক

১৪ মে ২০২২, ০৪:৩১ পিএম

রুশ-ইউক্রেন যুদ্ধকে সামনে রেখে ইউরোপজুড়ে বড় আকারের সামরিক মহড়া শুরু করছে ট্রান্স আটলান্টিক সামরিক জোট ন্যাটো। শুক্রবার (১৩ মে) এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

ন্যাটোর বিবৃতিতে জানা যায়, ২০ টি দেশের ১৮ হাজার সৈন্য নিয়ে এ সামরিক মহড়া শুরু হবে। পোল্যান্ড এবং অন্যান্য আটটি সদস্য দেশে সুইফট রেসপন্স এবং ডিফেন্স ধরণের এ মহড়া চলবে। খবর আনাদোলু এজেন্সি।

ন্যাটোর মুখপাত্র ওনা লুঙ্গেস্কু জানান, ইউক্রেনে রুশ সামরিক আগ্রাসন শুরুর আগেই এ মহড়ার পরিকল্পনা করা হয়েছিল। যা ২৪ ফেব্রুয়ারি থেকে চলমান রয়েছে।

তিনি বলেন, ‘‘এ ধরনের অনুশীলনগুলো দেখায় যে ন্যাটো আমাদের দেশগুলোকে রক্ষা করতে এবং যে কোনও হুমকির বিরুদ্ধে রক্ষা করতে শক্তিশালী এবং প্রস্তুত রয়েছে।’’

জাতিসংঘের হিসাব অনুযায়ী, রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ৩ হাজার ৫৭৩ জন বেসামরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩ হাজার ৮১৬ জন। আর জাতিসংঘের শরণার্থী সংস্থার মতে, ৬ মিলিয়নেরও বেশি মানুষ অন্য দেশে পালিয়ে গেছে, অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে ৭.৭ মিলিয়ন।

টিএম