images

আন্তর্জাতিক

‘রুশ সাম্রাজ্যের বিস্তার চান পুতিন’

আন্তর্জাতিক ডেস্ক

১৪ মে ২০২২, ০৪:০৯ পিএম

ভ্লাদিমির পুতিন তার রাশিয়ান সাম্রাজ্যের বিস্তার চান বলে অভিমত প্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা। 
 নিউজ আউটলেট টি-অনলাইন প্রকাশিত এক সাক্ষাৎকারে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, ‘পুতিনের সবচেয়ে পাগলামীপূর্ণ মতবাদ হচ্ছে তিনি রুশ সাম্রাজ্য বিস্তার করতে চান। এ কারণে সমগ্র বিশ্ব ও রাশিয়াকে মূল্য দিতে হচ্ছে।’

তিনি আরো বলেন, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত রুশ নেতা ভ্লাদিমির পুতিনের মনোভাবে কোনো পরিবর্তন হয়নি। তিনি ন্যাটো জোট ও রাশিয়ার মধ্যে ইউক্রেনকে বাফার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চান। এ কারণে তিনি চান ইউক্রেনের বিশাল একটি অংশ জয় করে তার লক্ষ্য বাস্তবায়ন করতে। কিন্তু, এখনো রুশরা তার উদ্দেশ্য পূরণ করতে পারেনি।

জার্মান চ্যান্সেলর যখন এমন বিবৃতি দিচ্ছেন তখন ন্যাটো সামরিক জোটকে আবারও হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। রিয়াবকভ বলেছেন, যদি ন্যাটো জোট তাদের পারমাণবিক বাহিনী ও সামরিক অবকাঠামো নিয়ে রুশ সীমান্তের কাছে এসে উপস্থিত হয়, তবে মস্কো পর্যাপ্ত ‘সতর্কতামূলক ব্যবস্থা’ নেবে।

এমইউ