images

আন্তর্জাতিক

‘আবু আকলেহ হত্যাকাণ্ড বিশ্বের জন্য একটি আঘাত'

আন্তর্জাতিক ডেস্ক

১৩ মে ২০২২, ০৭:১৭ পিএম

ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক সাংবাদিক শিরিন আবু আকলেহের হত্যাকাণ্ডকে বিশ্বের জন্য একটি আঘাত বলে অভিহিত করেছেন ফিলিস্তিনি মানবাধিকার আইনজীবী ডায়ানা বাত্তু। শুক্রবার তিনি এমন মন্তব্য করেন।

আল-জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে ফিলিস্তিনি মানবাধিকার আইনজীবী ডায়ানা বাত্তু বলেন, ‘তার (আবু আকলেহ) হত্যাকাণ্ড সমগ্র বিশ্বের জন্য আঘাত। জাতীয়ভাবে এটা আমাদের (ফিলিস্তিনিদের) জন্যও একটি বড় ধাক্কা। এটা আমাকে ব্যক্তিগতভাবে কষ্ট দিয়েছে।’ 

তিনি বলেন, আবু আকলেহ প্রত্যেক ফিলিস্তিনির হৃদয়ে থাকবেন। আমি সাহস করে বলতে পারি যে প্রত্যেক আরব ব্যক্তির ঘরে তাকে স্মরণ করা হবে। কারণ, তিনি এমনভাবে রিপোর্ট করতেন যে তা সকলের হৃদয়কে স্পর্শ করত। ইসরায়েলি দখলদারিত্বে নিষ্ঠুর বাস্তবতাকে তিনি তুলে ধরেছেন। 

তিনি আরো বলেন, শিরিন আবু আকলেহ ইসরায়েল কর্তৃক নিহত প্রথম সাংবাদিক নন। আমার আশঙ্কা তাকে হত্যার মাধ্যমে এ হত্যাকাণ্ডের ধারা শেষ হবে না। এ বিষয়টিকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। যেহেতু ইসরায়েল এ ঘটনার জন্য দায়ী, তাই তাদেরকে এ  হত্যাকাণ্ডের জন্য জবাব দিতে হবে।

সূত্র : আল-জাজিরা

এমইউ