ঢাকা মেইল ডেস্ক
২২ এপ্রিল ২০২৪, ০৬:০৫ পিএম
টেলিভিশন চ্যানেলে লাইভ নিউজে চলমান দাবদাহের খবর পড়ছিলেন। আর তখনই তীব্র গরমের অজ্ঞান হয়ে পড়লেন উপস্থাপিকা লোপামুদ্রা সিনহা।
ভারতের পশ্চিমবঙ্গে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম দূরদর্শন বা ডিডি টেলিভিশন চ্যানেলে লাইভ অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে। তীব্র গরমে অজ্ঞান হয়ে পড়েছিলেন এক উপস্থাপিকা। টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেসসহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
পশ্চিমবঙ্গ রাজ্যে গত কয়েকদিন ধরেই চলছে তীব্র তাপপ্রবাহ। তীব্র গরমে নাকাল রাজ্যবাসী। তারই যেন একটি নমুনা দেখা গেল দূরদর্শনের টিভি সেটে।
দূরদর্শনের স্টুডিও শীতাতপ নিয়ন্ত্রিত। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করছিল না।
অজ্ঞান হওয়ার বিষয়টি উল্লেখ উপস্থাপিকা লোপামুদ্রা তার ফেসবুকে জানান, তিনি অনুষ্ঠান শুরুর আগে থেকেই একটু অসুস্থ বোধ করছিলেন। তারপরও তিনি স্টুডিওতে গিয়েছিলেন অনুষ্ঠানের কাজ করতে।
লোপামুদ্রা জানান, পানিশূন্যতা ঠেকাতে তিনি সঙ্গে এক বোতল পানি রেখেছিলেন। তবুও তিনি অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে যান।
এক ভিডিওতে তিনি বলেন, ‘লাইভ নিউজের সময় আমার রক্তচাপ মারাত্মকভাবে কমে যায় এবং আমি অজ্ঞান হয়ে যাই। আমি বেশ কিছুদিন ধরেই অসুস্থ বোধ করছিলাম। ভেবেছিলাম, কিছুটা পানি পান করলে ঠিক হয়ে যাবে।’
কিন্তু পানি পানের সুযোগই পাননি লোপামুদ্রা। তার আগেই তিনি অজ্ঞান হয়ে যান। তিনি বলেন, ‘আমি পানি পানেরই সুযোগ পাইনি এবং একপর্যায়ে অজ্ঞান হয়ে যাই।’ মজার ব্যাপার হলো, লোপামুদ্রা যখন অজ্ঞান হয়ে যান সে সময় তিনি দাবদাহের খবরই পড়ছিলেন।
এ বিষয়ে লোপামুদ্রা বলেন, ‘আমি ভেবেছিলাম বরাদ্দ চারটি খবরই শেষ করতে পারব। কোনো রকমে দুটি খবর পড়ার পর ৩ নম্বরে ছিল তাপপ্রবাহের খবর। এটি পড়তে গিয়ে আস্তে আস্তে আমি অসুস্থ হয়ে পড়ি। ভেবেছিলাম, শেষ করতে পারব এবং নিজেকে ধরে রাখার চেষ্টা করেছি, কিন্তু পারিনি।’