images

আন্তর্জাতিক / অফবিট

সন্তানরা খোঁজ নেন না, পোষ্যদের লিখে দিলেন ২৩ কোটির সম্পত্তি!

আন্তর্জাতিক ডেস্ক

২৯ জানুয়ারি ২০২৪, ০৩:৩৮ পিএম

সন্তানদের নামে নয়, নিজের সম্পত্তি পোষ্যদের নামে লিখে দিলেন বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে চীনে। চীনের বাসিন্দা লিউ তার দলিলে স্পষ্ট উল্লেখ করেছেন, যাতে তার সম্পত্তির কোনও ভাগই তার সন্তানদের না দেওয়া হয়। তবে ছেলেমেয়ে থাকতে কেন হঠাৎ পোষ্য ছানাদের নামে সম্পত্তি লিখে দিলেন লিউ?

আরও পড়ুন: চাপ বাড়াল চীন, আরও বিপাকে তাইওয়ান

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, সন্তানরা কখনোই লিউর পাশে থাকেনি। খোঁজ নেননি মায়ের। এমন অবস্থায় কঠোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই একথা জানিয়েছেন লিউ।

কয়েক বছর আগে সন্তানদের নামেই সব সম্পত্তি লিখে দিয়েছিলেন লিউ। তবে সম্প্রতি নিজের দলিলে বড়সড় পরিবর্তন করেন তিনি। অসুস্থতার সময়েও একবারও সন্তানদের পাশে পাননি লিউ। তাই হতাশা এবং ক্ষোভ থেকেই দলিলে পরিবর্তন আনেন তিনি।

আরও পড়ুন: কৃষকদের ব্যাগ ভরে টাকা দিলেন উদ্যোক্তা!

দলিলে লিউ উল্লেখ করেছেন যে, তার পরিবারে কেউ নেই, তাই তার প্রায় ২৩ কোটি টাকার সম্পত্তি পোষ্য বিড়ালছানা ও কুকুরছানাদের নামেই থাকবে। তার মৃত্যুর পর পোষ্যদের যত্ন ও তাদের লালনপালনের কাজে সেই টাকা ব্যবহার করা হবে।

একে