images

আন্তর্জাতিক

কমেই চলেছে চীনের জনসংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জানুয়ারি ২০২৪, ১১:১৮ এএম

চীনের জনসংখ্যা আবার কমলো। এই নিয়ে লাগাতার দ্বিতীয় বছরেও চীনের জনসংখ্যা কমার প্রবণতা অক্ষুণ্ণ থাকলো। দেশটির জনসংখ্যা ২০ লাখেরও বেশি কমেছে। জন্মহার কম হওয়া এবং করোনাভাইরাসে মৃত্যুর কারণে জনসংখ্য়া কমেছে বলে জানিয়েছে দেশটির প্রশাসন।

পাশাপাশি চীন দাবি করেছে, তাদের অর্থনীতির বৃদ্ধি হয়েছে। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসে জিডিপি বৃদ্ধির হার বেড়ে হয়েছে পাঁচ দশমিক দুই শতাংশ। খবর রয়টার্সের

আরও পড়ুন: চীনের দক্ষিণাঞ্চলে বিরল তুষারপাত

চীনের দাবি, তারা আর্থিক ক্ষেত্রে বৃদ্ধির টার্গেট পূরণ করতে পেরেছে। করোনার কড়াকড়ি তুলে নেয়ার পর চীনের আর্থিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল পাঁচ শতাংশ।

বেজিংয়ের জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, ২০২৩ সালের শেষে চীনের জনসংখ্য়া ছিল ১৪০ কোটি ৯৬ লাখ ৭০ হাজার। ২০২২ সালে যে জনসংখ্যা ছিল, তার তুলনায় ২৩ সালের জনসংখ্যা ২০ লাখ ৮০ হাজার কম।

আরও পড়ুন: তাইওয়ানে প্রেসিডেন্ট হলেন চীনের অপছন্দের ব্যক্তি, এরপর কী হবে?

২০২৩ সালে জন্মহার ছিল প্রতি হাজারে ছয় দশমিক ৩৯। ভারত জনসংখ্য়ার নিরিখে চীনকে টপকে এখন বিশ্বের এক নম্বর দেশ।

একে