images

আন্তর্জাতিক

৮০ ফিলিস্তিনির লাশ হস্তান্তর করেছে ইসরায়েল, বেশিরভাগই টুকরা

আন্তর্জাতিক ডেস্ক

২৭ ডিসেম্বর ২০২৩, ১২:৪৫ পিএম

ইসরায়েলি সেনাবাহিনীর স্থল আক্রমণের সময় নিহত প্রায় ৮০ ফিলিস্তিনির মৃতদেহ গাজায় ফিরিয়ে দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এই খবর জানিয়ে আনাদুলু এজেন্সি উল্লেখ করেছে যে, অনেক মৃতদেহের পুরো শরীর নেই, তাদের কিছু অংশ রয়েছে শুধু। তাদেরকে তেল আল সুলতান কবরস্থানে একটি গণকবরে দাফন করা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার দক্ষিণ গাজার ইসরায়েল-নিয়ন্ত্রিত কারেম আবু সালেমের ক্রসিংয়ের মাধ্যমে মৃতদেহগুলো গ্রহণ করেছে।

প্লাস্টিকের পোশাক পরা স্বাস্থ্যকর্মীরা ট্রাক থেকে জিপ টাই দিয়ে সিল করা নীল প্লাস্টিকের আবরণে ঢেকে রাখা মৃতদেহগুলো সরিয়ে নিয়েছিল। এরপর লাশগুলো গণকবরে দাফন করা হয়।

আরও পড়ুন: আমরা যুদ্ধে হেরে গেছি: ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা প্রধান

রাফাহ শহরের মোহাম্মদ ইউসেফ এল-নাজার হাসপাতালের পরিচালক মারওয়ান আল হামস বলেন, 'জাতিসংঘ গাজা উপত্যকায় অনেক শহীদের আগমনের বিষয়ে আমাদের আগেই জানিয়েছিল। সেখানে আনুমানিক প্রায় ৮০ জন মৃতদেহ রয়েছে।'

তিনি জানান, 'মৃতদেহগুলোর কিছু অক্ষত ছিল, অন্যগুলো টুকরা টুকরা ছিল। অনেকগুলো পচে গিয়েছিল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদ্রা এক বিবৃতিতে বলেছেন, ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় হতাহতের সংখ্যা বেড়ে অন্তত ২০ হাজার ৯১৫ জন নিহত এবং ৫৪ হাজার ৯১৮ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: গাজায় ২৪ ঘণ্টায় নিহত ২৫০, মার্কিন অস্ত্রে গুদাম ভরছে ইসরায়েল

বিবিতৃতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় ২৪১ জন নিহত এবং ৩৮২ জন আহত হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সাবেক প্রধান ড্যান হ্যালুটজ বলেছেন যে, আমরা হামাসের বিরুদ্ধে যুদ্ধে হেরে গেছি। তিনি আরও বলেছেন যে, ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ হেরেছে এবং নেতানিয়াহু পদত্যাগ করলেই বিজয় অর্জিত হতে পারে।

হাইফাতে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে তার কথোপকথনের সময় এমন মন্তব্য করেন। তার বক্তব্য রেকর্ড এবং ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১৪ এ প্রচারিত হয়েছে।

একে