images

আন্তর্জাতিক

ইসরায়েলি গোয়েন্দাকে ফাঁসি দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

১৬ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৭ পিএম

ইসরায়েলি এক গোয়েন্দাকে ফাঁসি দিয়েছে ইরান। দেশটির সিস্তান বালুচিস্তান প্রদেশের বিচার বিভাগ ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের ওই এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। শনিবার প্রাদেশিক বিচার বিভাগের জনসংযোগ দফতর এক বিবৃতিতে জানিয়েছে, ইরানি এই এজেন্টের সঙ্গে ইসরায়েলের গুপ্তচর সংস্থার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এই ব্যক্তি তার কিছু সহযোগীর মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য ও ডকুমেন্ট সংগ্রহ করে তা মোসাদকে সরবরাহ করে।

তদন্ত রিপোর্টে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য এই ব্যক্তি মোসাদের একজন কর্মকর্তার কাছে সরাসরি দিয়েছে। ইরানের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলায় বিঘ্ন ঘটানোর জন্য এসব তথ্য মোসাদকে দেওয়া হয় বলে জনসংযোগ দফতরের বিবৃতিতে বলা হয়েছে। তবে মৃত্যুদণ্ড দেওয়া ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন, সৌদি আরব ও ইরান

আদালতে পুঙ্খানুপুঙ্খ শুনানি এবং বিচার কাজ শেষে এই গুপ্তচর এজেন্টকে দোষী সাব্যস্ত করা হয়। প্রথম রায়ের পর মোসাদের এজেন্ট সুপ্রিম কোর্টে আপিল করে। সেখানে প্রয়োজনীয় শুনানি এবং আইনি প্রক্রিয়া শেষে তার বিরুদ্ধে রায় বহাল রাখা হয় এবং আজ সকালে জাহেদানের কেন্দ্রীয় কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

অপরদিকে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের একটি থানায় সন্ত্রাসী হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। শুক্রবার ভোর রাতের ওই হামলায় ইরানের ১১ পুলিশ সদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হন।

প্রেসিডেন্ট রায়িসি শুক্রবার বিকেলে এক বার্তায় এ ঘটনায় ইরানি জাতিকে বিশেষ করে নিহত পুলিশ কর্মকর্তাদের পরিবারবর্গকে শোক ও সমবেদনা জানান।  তিনি ইরানের নিরাপত্তা বাহিনীগুলোকে নির্দেশ দিয়ে বলেন, হামলায় অংশগ্রহণকারী ও তাদের নির্দেশদাতাদের চিহ্নিত করে যতদ্রুত সম্ভব তাদের বিচার নিশ্চিত করতে হবে।  তিনি এ হামলাকে একটি ‘কাপুরুষোচিত ও নির্বিচার’ সন্ত্রাসী হামলা বলে অভিহিত করে এর জন্য ‘বিদেশি শক্তির দালালদের’ দায়ী করেছেন।

আরও পড়ুন: আরও দু’টি পণ্যবাহী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফও অবিলম্বে সিস্তান-বালুচিস্তান প্রদেশের থানায় হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। নিহতদের প্রতি সম্মান জানাতে সিস্তান-বালুচিস্তান প্রদেশে এক দিনের শোক ঘোষণা করা হয়েছে।

পাকিস্তান-ভিত্তিক জঙ্গি গোষ্ঠী কথিত জইশ-উল-আদল ইরানের একটি থানায় চালানো ওই নির্বিচার হামলার দায়িত্ব স্বীকার করেছে। তেহরানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত এক টুইট বার্তায় ওই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন।

সূত্র : প্রেস টিভি

এমইউ