images

আন্তর্জাতিক

গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনিদের হামলায় ৫ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৮ পিএম

গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনিদের হামলায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য দিয়েছে। তারা জানিয়েছে, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই লড়াইয়ে ৪০০ জনের বেশি ইসরায়েলি সেনা মারা গেছেন।

মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গাজা উপত্যকায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে রাতভর লড়াইয়ে আরও তিন সেনা নিহত হয়েছে।

দ্যা টাইমস অব ইসরায়েল নিউজ ওয়েবসাইট জানিয়েছে, উত্তর গাজায় লড়াইয়ে চার ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছে।

আরও পড়ুন: ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বে স্বর্ণের দাম বৃদ্ধিতে নতুন রেকর্ড

ইসরায়েলি সেনাবাহিনীর দুই সৈন্য এবং একজন অফিসার নিহত হয়েছে। হতাহতরা ১৮৮তম আর্মার্ড ব্রিগেডের ৫৩তম ব্যাটালিয়নের সদস্য।

সোমবার ইসরায়েলি সেনাবাহিনী পৃথক বিবৃতিতে বলেছে, গাজার উত্তর ও কেন্দ্রীয় এলাকার যুদ্ধে তাদের পাঁচ সেনা নিহত হয়েছে।

২৭ অক্টোবর থেকে ইসরায়েল স্থল অভিযান শুরু করার পর তাদের ৭৮ সেনা মারা গেছেন। অপরদিকে ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই লড়াইয়ে ৪০৬ জন ইসরায়েলি সেনা মারা গেছেন।

ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে এক সপ্তাহের মানবিক বিরতির পর শুক্রবার গাজা উপত্যকায় পুনরায় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল।

আরও পড়ুন: গাজার পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলা, নিহত কমপক্ষে ৩০

উল্লেখ্য, গাজা উপত্যকার নিরপরাধ ফিলিস্তিনি নারী ও শিশুদের ওপর প্রায় দুই মাস ধরে ইসরায়েল পাশবিকতা চালিয়ে গেলেও কোনো পশ্চিমা দেশ বা ইউরোপীয় ইউনিয়ন এখন পর্যন্ত তেল আবিবকে আগ্রাসন বন্ধ করার আহ্বান পর্যন্ত জানায়নি। গাজায় এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ১৫,৮৯৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের শতকরা ৭০ ভাগ নারী ও শিশু। তাদের হামলায় ৪২ হাজার জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস ইসরায়েলের অভ্যন্তরে অনুপ্রবেশ করে নজিরবিহীন সামরিক অভিযান চালায়। ওই অভিযানে ১,২০০ ইসরায়েলি নিহত হয়। ফিলিস্তিনি যোদ্ধারা দুই শতাধিক ইসরায়েলিকে বন্দী করে নিয়ে গাজা উপত্যকায় ফিরে যায়। সেদিন থেকেই ইসরায়েলের সেনাবাহিনী গাজায় ভয়াবহ রক্তাক্ত অভিযান শুরু করে যা এখন পর্যন্ত বিরতিহীনভাবে চলছে।

ইসরায়েলে সামরিক অভিযানের বিষয়ে আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের মুখপাত্র খালেদ কাদোমি বলেন, ‘দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের ওপর চালানো নৃশংসতার জবাবে এই সামরিক অভিযান চালানো হয়েছে। আমরা চাই আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি জনগণের ওপর এবং আমাদের পবিত্র স্থাপনা আল-আকসায় ইসরায়েলি নৃশংসতা বন্ধে উদ্যোগ নেবে। এগুলোই হামাসের এই অভিযানের কারণ।’

সূত্র : আল-জাজিরা, আনাদোলু এজেন্সি, মিডল ইস্ট আই

এমইউ