আন্তর্জাতিক ডেস্ক
২৬ এপ্রিল ২০২২, ০২:৪১ পিএম
বিশ্বে ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। সেখানে বলা হয়েছে, ধর্মীয় স্বাধীনতার নিরিখে ভারতে পরিস্থিতি ‘উদ্বেগজনক’। এছাড়াও পাকিস্তান, সৌদি আরব, ইরান, উত্তর কোরিয়া এবং রাশিয়াতেও ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে বলে দাবি করা হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, ভারতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগের কারণ রয়েছে। অভিযোগ করা হয়েছে, ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ করার কাজে সমর্থন করছে দেশের সরকার। খবর আল জাজিরার
সম্প্রতি কর্ণাটকের হিজাব বিতর্কে সরকার এর পক্ষ নেয়। হিজাব বির্তক নিয়ে নোবেলজয়ী মালালা ইউসুফজাই থেকে শুরু করে ফরাসি তারকা ফুটবলার পল পোগবা- সকলেই প্রতিবাদ জানিয়েছিলেন।
২০২০ এবং ২০২১ সালেও একই রিপোর্ট পেশ করা হয়েছিল। এর আগেও হিজাব বিতর্কে মার্কিন সমালোচনার মুখে পড়েছে ভারত। তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, হিজাব বিতর্ক একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়। সেখানে বিদেশের উসকানি মূলক মন্তব্য মেনে নেওয়া হবে না।
নতুন রিপোর্ট নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ভারত।
একে