images

আন্তর্জাতিক

কাশ্মিরে ডাল লেকে আগুনে ৩ বাংলাদেশি পর্যটক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

১১ নভেম্বর ২০২৩, ০৭:১৭ পিএম

ভারতের কাশ্মির অঞ্চলের ডাল হ্রদের হাউসবোটে ভয়াবহ আগুন লেগেছে। এ অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশি পর্যটক নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে।

জি নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, ‘শনিবার ভোরে একটি হাউসবোট থেকে বিশাল অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এটা দ্রুত আশপাশের অর্ধ ডজন হাউসবোটে ছড়িয়ে পড়ে। 

আরও পড়ুন: কাশ্মিরের ডাল লেকে পুড়ে গেল বহু হাউজবোট

অগ্নিকাণ্ডে ছয়টি হাউসবোট এবং পাশের কাঠের শেড পুড়ে গেছে। এর ফলে মোট ক্ষয়-ক্ষতি হয়েছে প্রায় ৪০ কোটি রুপিরও বেশি। 

হাউসবোটগুলো ছিল ৯ নম্বর ঘাটের পাশে। ঘটনার পর দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এবং স্থানীয়দের সহায়তায় ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। 

আরও পড়ুন: গাজা যুদ্ধ নিয়ে সৌদি যুবরাজ ও এরদোয়ান যা বললেন

ডাল লেকে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত তিন পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পর্যটকরা বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে এবং তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

এ ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করেছে। কাশ্মিরের হাউসবোট মালিক এবং হাউসবোট অ্যাসোসিয়েশন ভারতীয় কর্তৃপক্ষকে বিশেষ করে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাকে অনুরোধ করেছিল সহানুভূতির সঙ্গে ঘটনাটি দেখার জন্য এবং মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য।

সূত্র : জি নিউজ

এমইউ