আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর ২০২৩, ০৪:৩৭ পিএম
ইসরায়েলকে গাজার নারী ও শিশু হত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
বিবিসিকে ম্যাক্রোঁ বলেন, বোমা হামলার কোনো যুক্তি নেই, যুদ্ধবিরতি হলে ইসরায়েলের উপকার হবে।
তিনি বলেন, ইসরায়েলকে গাজায় শিশু ও নারী হত্যা বন্ধ করতে হবে।
ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেই। একইসাথে আমরা ইসরায়েলকে বলতে চাই যে তাদেরকে এ বোমাবর্ষণ বন্ধ করতে হবে।’
আরও পড়ুন: গাজা যুদ্ধ নিয়ে সৌদি যুবরাজ ও এরদোয়ান যা বললেন
ওই সময় ইমানুয়েল ম্যাক্রোঁ ফিলিস্তিনি সংগঠন হামাসের সামরিক অভিযানেরও নিন্দা করেন।
যখন ম্যাক্রোঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য-সহ অন্যান্য নেতাদের তার যুদ্ধবিরতির আহ্বানে যোগ দিতে বলবেন কিনা। তখন তিনি বলেন, ‘আমি আশা করি তারাও যুদ্ধবিরতির কথা বলবে।’
অপরদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় গাজায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ৭৮ জন। এছাড়া সেখানকার প্রায় ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
আরও পড়ুন: হিজবুল্লাহর ভয়ে লেবানন সীমান্ত থেকে পালাচ্ছে ইসরায়েলিরা
এর আগে গত ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস ইসরায়েলের অভ্যন্তরে অনুপ্রবেশ করে নজিরবিহীন সামরিক অভিযান চালায়। সেদিন থেকেই ইসরায়েলের বিমানবাহিনী গাজায় ভয়াবহ রক্তাক্ত অভিযান শুরু করে যা এখন পর্যন্ত বিরতিহীনভাবে চলছে।
ইসরায়েলে সামরিক অভিযানের বিষয়ে আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের মুখপাত্র খালেদ কাদোমি বলেন, ‘দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের ওপর চালানো নৃশংসতার জবাবে এই সামরিক অভিযান চালানো হয়েছে। আমরা চাই আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি জনগণের ওপর এবং আমাদের পবিত্র স্থাপনা আল-আকসায় ইসরায়েলি নৃশংসতা বন্ধে উদ্যোগ নেবে। এগুলোই হামাসের এই অভিযানের কারণ।’
সূত্র : আল-জাজিরা, বিবিসি
এমইউ