images

আন্তর্জাতিক

উত্তর গাজায় এক ইসরায়েলি সেনা নিহত, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক

০৮ নভেম্বর ২০২৩, ০৪:০৯ পিএম

উত্তর গাজায় ফিলিস্তিনিদের হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ওই সময় আরও দুই ইসরায়েলি সেনা আহত হন।

বুধবার সকালে ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে ঘোষণা করেছে যে উত্তর গাজায় চলা যুদ্ধে তাদের একজন সেনা নিহত হয়েছে।

তাদের বিবৃতিতে আরও বলা হয় যে রাতভর লড়াইয়ের পর ফিলিস্তিনিদের হামলায় আরও দুই ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছে।

আরও পড়ুন: ‘গাজায় প্রতিদিন প্রায় ১৬০ শিশু নিহত হচ্ছে’

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন যে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে গাজার লড়াইয়ে ‘বিরতি’ দেওয়ার জন্য বলেছেন।

হোয়াইট হাউজের একজন মুখপাত্র আগেই বলেছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই নেতা ইসরায়েলি অভিযানে ‘কৌশলগত বিরতি’র বিষয়ে কথা বলেছেন।

সোমবার ওই আলোচনায় তারা জিম্মিদের সম্ভাব্য মুক্তির বিষয়েও কথা বলেছেন।

অপরদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনসহ জি-৭ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা টোকিওতে আজ বৈঠকে বসার কথা। তারা গাজার বিষয়ে একটি সমঝোতায় আসার চেষ্টা করছেন।

আরও পড়ুন: ইসরায়েলি পারমাণবিক হুমকির বিষয়ে আন্তর্জাতিক তদন্ত চায় রাশিয়া

বৈঠকের পর এই গ্রুপ একটি যৌথ বিবৃতি প্রকাশ করতে পারে। আশা করা হচ্ছে তাতে তারা লড়াইয়ে অস্থায়ী বিরতির অনুরোধ করবে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির প্রস্তাব আগেই প্রত্যাখ্যান করেছেন। তবে তিনি বলেছেন যে ‘কৌশলগত ছোটো আকারের বিরতি’ তিনি বিবেচনা করবেন।

জি-৭ গ্রুপে থাকা ধনী দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান ও ইউরোপীয় ইউনিয়ন। গত মাসে সংঘাত শুরু হওয়ার পর তাদের পক্ষ থেকে এ পর্যন্ত একটি বিবৃতি দেওয়া হয়েছে।

সূত্র : বিবিসি, মিডল ইস্ট আই

এমইউ