images

আন্তর্জাতিক

ইসরায়েলে ১৪৫০ কোটি ডলার মার্কিন কংগ্রেসের, ফিলিস্তিনে শুধু ‘সান্ত্বনা’

আন্তর্জাতিক ডেস্ক

০৪ নভেম্বর ২০২৩, ১০:০৮ এএম

ইসরায়েলকে ১ হাজার ৪৫০ কোটি ডলার সামরিক সহায়তা দেওয়ার প্রস্তাব পাস হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষে। স্থানীয় সময় বৃহস্পতিবার এই প্রস্তাব পাস হয়। এটি উত্থাপন করে বিরোধী দল রিপাবলিকান পার্টি। অপরদিকে ফিলিস্তিনিদের বিষয়ে বা গাজার সাধারণ মানুষের বিষয়ে খুব কমই কথা বলছে দেশটি। তাদের জন্য শুধু সান্ত্বনার বার্তায় দিচ্ছে যুক্তরাষ্ট্র।

ইসরায়েল সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ফিলিস্তিনিদের বিষয়ে বলেছেন, ফিলিস্তিনিদের জীবন রক্ষায় আরও অনেক প্রচেষ্টা প্রয়োজন। খবর আল জাজিরার

খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব সেবা খাতের ব্যয় কাটছাঁট করে এই অর্থ সরবরাহ করা হবে ইসরায়েলকে। বিলটি হাউস অব রিপ্রেজেনটেটিভসে ২২৬-১৯৬ ভোটে পাস হয়। হাউসে সংখ্যাগরিষ্ঠ বিরোধী দল রিপাবলিকান পার্টির আইনপ্রণেতা মাইক জনসন স্পিকার হওয়ার এই প্রথম কোনো বড় ধরনের বিল পাস হলো নিম্নকক্ষে।

আরও পড়ুন: ইসরায়েলের টার্গেট এখন হাসপাতাল-অ্যাম্বুলেন্স, গাজায় হাহাকার

বিলটি নিম্নকক্ষে পাস হলেও কার্যকর হওয়ার জন্য এখনো লম্বা পথ পাড়ি দিতে হবে। বিলটি এখন মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে উত্থাপন করা হবে। যেখানে আবার ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি সংখ্যাগরিষ্ঠ। সিনেটে পাস হওয়ার পর বিলটি উত্থাপন করা হবে প্রেসিডেন্ট বাইডেনের টেবিলে। তিনি সম্মতি দিয়ে স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হবে।

এদিকে, গাজা সংকট শুরু হওয়ায় দ্বিতীয়বারের মতো ইসরায়েল সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সেখানে গিয়ে তিনি ইসরায়েলকে যুদ্ধবিরতির আহ্বান জানালেও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই আহ্বান প্রত্যাখ্যান করেছেন। এই অবস্থায় ব্লিঙ্কেন ফিলিস্তিনিদের কেবলই ভালো কথা শুনিয়েছেন। তিনি বলেছেন, ‘বেসামরিক ফিলিস্তিনিদের জীবন রক্ষায় আমাদের আরও বেশি সচেষ্ট হতে হবে।’

নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজ আমাদের আলোচনায় বেশ কয়েকটি প্রশ্ন উত্থাপিত হয়েছিল। যার মধ্যে রয়েছে—কীভাবে সর্বোচ্চ মানবিক সহায়তা নিশ্চিত করা যায়, কীভাবে জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির বিষয়টিকে সমানতালে এগিয়ে নেওয়া যায় ইত্যাদি।’

তিনি বলেন, ‘এগুলো এমন সমস্যা যা আমাদের জরুরি ভিত্তিতে মোকাবিলা করা দরকার এবং আমরা বিশ্বাস করি যে এগুলো সমাধান করা যেতে পারে।’

আরও পড়ুন: ‘ফিলিস্তিনিরা প্রমাণ করেছে যে ইসরায়েল মাকড়সার জালের চেয়েও দুর্বল’

আবাসিক ভবনগুলোসহ নতুন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার হাসপাতাল ও অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল। নতুন করে এসব হামলায় আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত গাজায় প্রায় ৯ হাজার ২০০ জন মানুষের মৃত্যু হয়েছে। অ্যাম্বুলেন্স বহরে হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল।

শুক্রবার গুরুতর আহত রোগী বোঝাই অ্যাম্বুলেন্স বহরে ন্যক্কারজনক হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া একটি বেসামরিক পরিবহন বাসে হামলার ঘটনাতেও হতাহতের তথ্য মিলেছে।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার আকাশে ড্রোন ওড়ানোর কথা প্রথমবারের মতো স্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে যে, গাজার ওপর তারা নজরদারি ড্রোন ওড়াচ্ছে। এতে কোনো অস্ত্র নেই বলে দাবি করা হয়েছে। এর মাধ্যমে মিত্র ইসরায়েলকে জিম্মিদের বিষয়ে সহযোগিতা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পেন্টাগন।

পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেছেন, ড্রোনগুলো ইসরায়েলি জিম্মি উদ্ধারের প্রচেষ্টার অংশ হিসেবে কাজ করছে। এক সংক্ষিপ্ত বিবৃতিতে তিনি বলে, নিরস্ত্র ড্রোনের ফ্লাইটগুলো ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর শুরু হয়েছিল।

একে