আন্তর্জাতিক ডেস্ক
৩১ অক্টোবর ২০২৩, ১০:৪১ পিএম
অবরুদ্ধ গাজা উপত্যকায় চলা ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিরসনে কাতারে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
ইরানের সরকারি গণমাধ্যমগুলো বলছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তা অবসানের উপায় নিয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সানির সঙ্গে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। আজ (মঙ্গলবার) সকালে আব্দুল্লাহিয়ান কাতার সফরে যান এবং রাজধানী দোহায় দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।
বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিন ইস্যুতে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন। এর আগে কাতারের আমির তামিম বিন হামাদ আল সানির সঙ্গে বৈঠক করেন আমির আব্দু্ল্লাহিয়ান। ফিলিস্তিন ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য তার সঙ্গে একটি রাজনৈতিক প্রতিনিধি দল রয়েছে। গাজা-ইসরায়েল যুদ্ধ শুরুর পর এ নিয়ে তিনি দ্বিতীয় দফা কাতার সফর করলেন।
কাতার সফর শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তুরস্ক সফরে যাবেন। সেখানে তিনি তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন ইস্যু নিয়ে আলোচনা করবেন।
গত ৭ অক্টোবর ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর বর্বর আগ্রাসন শুরু করেছে। ইসরায়েলি বর্বরতায় এ পর্যন্ত প্রায় সাড়ে আট হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু।
এ বিষয়ে গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে হয়েছে আট হাজার ৫২৫ জন। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ বিমান হামলায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে তিন হাজার ৫৪২জনই শিশু।
সূত্র : প্রেস টিভি
এমইউ