images

আন্তর্জাতিক

ইয়েমেন ও লেবানন থেকে ইসরায়েলে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

৩১ অক্টোবর ২০২৩, ০৯:১৬ পিএম

ইয়েমেন ও লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে।

আল-জাজিরা জানিয়েছে, ইয়েমেনের হুথিরা ইসরায়েলের দিকে অসংখ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন যে তারা ইসরায়েলের দিকে "বড় সংখ্যক" ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করেছেন। এছাড়া তারা আরও আক্রমণের প্রতিশ্রুতি দিয়েছে।

তিনি বলেন, ইয়েমেনের এ সশস্ত্র সংগঠনটি নিশ্চিত করেছে যে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে যাবে।

অপরদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, লেবানন থেকে ইসরায়েলের ভূখণ্ডে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

ইসরায়েল বলেছে যে তারা হামলার জবাব দিয়েছে এবং (হিজবুল্লাহ) যোদ্ধাদের আরেকটি দলকে আঘাত করেছে - যারা ইসরায়েলে ট্যাঙ্ক-বিরোধী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরিকল্পনা করেছিল।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, মেটুলা অঞ্চলে [উত্তর ইস্রায়েলে] গত কয়েক ঘণ্টায় সতর্কতা জারি করা হয়েছে। লেবাননের ভূখণ্ড থেকে সেখানে দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার চেষ্টা করা হয়।

সূত্র : আল-জাজিরা

এমইউ