images

আন্তর্জাতিক

পশ্চিমরা গাজা হত্যাকাণ্ডের মূল অপরাধী: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক

২৮ অক্টোবর ২০২৩, ১০:০২ পিএম

তুরস্কের ইস্তাম্বুলে ফিলিস্তিনপন্থী এক বিশাল সমাবেশে ভাষণ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেখানে তিনি বলেন, পশ্চিমরা গাজা হত্যাকাণ্ডের মূল অপরাধী।

হাজার হাজার মানুষে সামনে বক্তৃতার সময় এরদোয়ান বলেন, ‘হামাস কোনো উগ্রবাদী সংগঠন নয়।’ এছাড়া তিনি ইসরায়েলকে ফিলিস্তিনি ভূমি দখলকারী বলে অভিহিত করেছেন।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সারা বিশ্বকে বলব যে ইসরায়েল যুদ্ধাপরাধী, আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি।

এরদোয়ান বলেন, গাজায় গণহত্যার পিছনে প্রধান অপরাধী হলো পশ্চিমরা। তিনি ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেন, ‘পশ্চিমারা আপনাদের কাছে ঋণী, কিন্তু তুরস্ক আপনাদের কাছে ঋণী নয়।’ 

তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, যারা ইউক্রেন-রাশিয়া যুদ্ধে নিহত বেসামরিক নাগরিকদের জন্য কুম্ভিরাশ্রু বর্ষণ করছে, তারা নীরবে গাজায় হাজার হাজার নিষ্পাপ শিশুর মৃত্যু দেখছে।

তিনি বলেন, আমি পশ্চিমাদের জিজ্ঞাসা করতে চাই যে আপনারা কী আরেকটি ক্রুসেড যুদ্ধের পরিবেশ তৈরি করতে চান?

এরদোয়ান বলেন, অবশ্যই প্রতিটি দেশেরই আত্মরক্ষার অধিকার আছে, কিন্তু এখানে ন্যায়বিচার কোথায় হচ্ছে? গাজায় এখন খোলামেলাভাবে ঘৃণ্য গণহত্যা সংঘটিত হচ্ছে। এখানে কোনো আত্মরক্ষা বা প্রতিরক্ষার কথা বলা হচ্ছে না।

সূত্র : আল-জাজিরা, আনাদোলু এজেন্সি

এমইউ