আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর ২০২৩, ০৩:৫১ পিএম
গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী স্থল অভিযান চালাচ্ছে। তবে এ স্থল অভিযান নিয়ে গাজায় জিম্মি থাকা ইসরায়েলিদের পরিবারগুলো উদ্বিগ্ন হয়ে উঠেছে। তারা এ ধরনের অভিযানের বিষয়ে 'ব্যাখ্যা' দাবি করেছে।
এ বিষয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, ‘হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলিদের আত্মীয়-স্বজনরা শনিবার গাজা উপত্যকায় তীব্র বোমা হামলা এবং ওই ফিলিস্তিনি ভূখণ্ডে স্থল আক্রমণের বিষয়ে তাদের "উদ্বেগ" প্রকাশ করেছে। এ বিষয়ে ইসরায়েলিরা তাদের সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেছে।’
বন্দী ও নিখোঁজ ইসরায়েলি পরিবারগুলোর ফোরাম থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলিদের আত্মীয়-স্বজনরা উদ্বিগ্ন ও হতাশ। তাদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ রয়েছে। কারণ, ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভার কেউ ওই পরিবারগুলোর সঙ্গে দেখা করে তাদের এ স্থল অভিযানের বিষয়ে বোঝাননি। অথচ, এ স্থল অভিযান গাজায় থাকা ২২৯ ইসরায়েলি জিম্মির নিরাপত্তা বিপন্ন করে দিতে পারে। এ বিষয়গুলো হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলিদের আত্মীয়-স্বজনদের বোঝাতে হবে।’
ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘স্থল অভিযান গাজায় অপহৃত ইসরায়েলিদের নিরাপত্তা বিপন্ন করবে কিনা, তা বোঝাতে হবে।’
হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলিদের আত্মীয়-স্বজনরা বলেছেন, ‘পরিবাররা তাদের প্রিয়জনের ভাগ্য নিয়ে উদ্বিগ্ন। তারা এ ধরনের অভিযানের বিষয়ে 'ব্যাখ্যা' চায়।
তারা বলেন, ‘আমরা দাবি করছি যে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং যুদ্ধ মন্ত্রিসভার সদস্যরা আজ সকালে আমাদের সঙ্গে দেখা করবেন।’
৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের অভিযানের পর গাজায় অন্তত ২২০ জনকে জিম্মি করে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : মিডল ইস্ট আই
এমইউ