আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর ২০২৩, ০৩:৫৯ পিএম
ফিলিস্তিনের গাজায় স্থল অভিযানের শঙ্কা বাড়ছে। তবে এ বিষয়ে হামাস বলেছে যে তারা ভীত নয়। স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য দিয়েছে।
এক বিবৃতিতে হামাস বলেছে যে তারা ইসরায়েলি স্থল সেনা মোতায়েনকে ভয় পায় না।
আল-জাজিরাকে এক হামাস নেতা বলেছেন, শনিবার ফিলিস্তিনি যোদ্ধাদের আক্রমণের প্রতিক্রিয়ায় ইসরায়েল অবরুদ্ধ গাজা অঞ্চলে একটি স্থল আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। এমন শঙ্কার মধ্যেও হামাস ওই ইসরায়েলি সেনাদের মোকাবেলায় প্রস্তুত।
হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য গাজি হামাদ বলেন, আমরা ভীত নই। আমরা শক্তিশালী মানুষ। আমাদের পাল্টা পদক্ষেপ নেওয়ার ব্যাপারে দৃঢ় সংকল্প আছে। আমাদের অনেক যোদ্ধা এবং প্রচুর লোক আছে, যারা আমাদের সমর্থন করতে চায়।
তিনি বলেন, জর্ডান, লেবানন এবং অন্যান্য অঞ্চলের মানুষ গাজায় এসে আমাদের জন্য যুদ্ধ করতে চায়। গাজা অঞ্চল কোনো বাগান নয়। এখানে ইসরায়েলিরা মারাত্মক চ্যালেঞ্জের মধ্যে পড়বে।
তিনি বলেন, ফিলিস্তিনি যোদ্ধাদের সামরিক অভিযানে আমরা ১২,০০ জন যোদ্ধা পাঠিয়েছি। তারা ইসরায়েলের ভাবমূর্তি, নিরাপত্তা, গোয়েন্দা ব্যবস্থা ও তাদের পরাশক্তি-সুলভ ভণিতা ধ্বংস করতে সফল হয়েছে।
সূত্র : আল-জাজিরা
এমইউ