images

আন্তর্জাতিক

পাকিস্তানে বেড়েছে আন্তঃসীমান্ত হামলা

আন্তর্জাতিক ডেস্ক

০৭ অক্টোবর ২০২৩, ০৭:১৫ এএম

পাকিস্তানে আন্তঃসীমান্ত হামলার আগের চেয়ে বেড়েছে। এর জন্য প্রতিবেশী দেশ আফগানিস্তানে লুকিয়ে থাকা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নেতাদের দায়ী করেছেন তিনি।

পাকিস্তানের এক উর্দ্ধতন কূটনীতিক বৃহস্পতিবার বলেন, তালেবান আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করলেও প্রতিবেশী দেশটি থেকে ক্রমবর্ধমানভাবে সন্ত্রাসী হামলা পাকিস্তানের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। এসব ঘটনা দু'দেশের কঠিন দ্বিপাক্ষিক সম্পর্কের উপর বাড়তি চাপ ফেলছে। খবর ভয়েস অব আমেরিকার

ইসলামাবাদে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সেমিনারে আফগানিস্তান বিষয়ক পাকিস্তানের বিশেষ প্রতিনিধি আসিফ দুরানি বলেন, 'দুর্ভাগ্যবশত শান্তির প্রভাবের অংশটুকু আমরা পাচ্ছিনা।'

আরও পড়ুন: ১৭ লাখ আফগানকে বহিষ্কার করছে পাকিস্তান, যা বলল তালেবান

তিনি বলেন, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ অবসানে তার সরকার তালেবানের সঙ্গে সংলাপ অব্যাহত রেখেছে। সশস্ত্র বিদ্রোহী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) পলাতক নেতারা এসব আন্তঃসীমান্ত আক্রমণগুলো চালিয়ে থাকে

বিশেষ দূত বলেন, 'পাকিস্তানের সীমান্তে টিটিপির হামলা বেড়েছে। তারা আফগান মাটিতে আশ্রয় নিচ্ছে।'

দুরানি জোর দিয়ে বলেন, 'আমি এই মুহূর্তে আফগানিস্তান সরকারকে দোষারোপ করতে পারি না।' কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে আমরা আশা করি যে তারা যেমন তাদের দেশে যেমন শান্তি এনেছে তেমনি আমাদের সীমান্তবর্তী অঞ্চলেও শান্তি আনয়নে অবদান রাখবে।

তিনি বলেন, আফগানিস্তানে আশ্রয় নেওয়া টিটিপিদের হয় পাকিস্তানের কাছে ফিরিয়ে দেবে অথবা তাদের নিষ্ক্রিয় করা উচিত।

আরও পড়ুন: দারিদ্র্যসীমায় ১০ কোটি, পাকিস্তানকে সতর্ক করল বিশ্বব্যাংক

যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব পিসের সহযোগিতায় ইসলামাবাদের রাষ্ট্রপরিচালিত ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ এই সেমিনারের আয়োজন করে।

পাকিস্তানে সশস্ত্র হামলা বাড়ার ঘটনায় শত শত বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর কর্মী নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, তালেবান ক্ষমতা দখলের পর থেকে টিটিপি নেতারা এবং অন্যান্য সদস্যরা তাদের কার্যক্রম পরিচালনার ঘাঁটি আফগানিস্তানে সরিয়ে নিয়েছে।

একে