আন্তর্জাতিক ডেস্ক
০৫ অক্টোবর ২০২৩, ০৪:৩১ পিএম
রাশিয়ার উৎক্ষেপণ করা ২৯টি ড্রোনের মধ্যে ২৪টিকে ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। কিয়েভ জানিয়েছে, আমরা এখন ইউক্রেনের ভূখণ্ডে সর্বশেষ রাশিয়ান ড্রোন হামলা সম্পর্কে আরও বিশদ তথ্য পাচ্ছি।
এ বিষয়ে দেশটির সেনাবাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, দক্ষিণ ওডেসা ও মাইকোলাইভ অঞ্চলের পাশাপাশি কেন্দ্রীয় কিরোহোভরাদ অঞ্চলে রাশিয়ার উৎক্ষেপণ করা ২৯টি ড্রোনের মধ্যে ২৪টিকে ভূপাতিত করা হয়েছে।
আরও পড়ুন: ইরানের অস্ত্র ইউক্রেনকে দিচ্ছে যুক্তরাষ্ট্র
হতাহতদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে কিরোহোভরাদে একটি অনির্দিষ্ট অবকাঠামো সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে আঞ্চলিক গভর্নর আন্দ্রি রায়কোভিচ একটি টেলিগ্রাম বার্তায় বলেছেন, রাশিয়ান হামলার পর কিরোভোহরাদে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়-ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: ইউক্রেনের হামলা রুখে দেওয়ার দাবি রাশিয়ার
গত ২৪ ঘণ্টায় রুশ ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে কিরোভোহরাদের বেশ কয়েকটি এলাকা ছিল। রায়কোভিচ আরও জানান, কিরোভোহরাদে কোনো হতাহতের বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ওই অঞ্চলের গভর্নর জানিয়েছেন, ইরানের তৈরি শাহেদ ড্রোন দিয়ে হামলা করেছে রাশিয়া।
সূত্র : আল-জাজিরা
এমইউ