images

আন্তর্জাতিক

ভারতে বজ্রপাতে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

০১ অক্টোবর ২০২৩, ০৫:৩৭ এএম

ভারতের মহারাষ্ট্র রাজ্যে বজ্রপাতে নিহত হয়েছেন দুইজন। এছাড়া আরও এক ব্যক্তি আহত হন। স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য দিয়েছে।

ভারতের এ রাজ্যে তীব্র বৃষ্টি হচ্ছে। বর্ষা ঋতুর বিদায়ের সময়েও সেখানে নানান দুর্ভোগ দেখা দিয়েছে। সেখানে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে।

আরও পড়ুন: ইসকনের বিরুদ্ধে মানেকার অভিযোগের পর ১০০ কোটির মানহানি মামলার নোটিশ

গত কয়েক দিন ধরে সেখানে জেলায় জেলায় বজ্রসহ বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার মহারাষ্ট্র রাজ্যে ভারী বৃষ্টির মাঝে বজ্রাঘাতে প্রাণ হারান দুইজন।

ঘটনাটি ঘটেছে সেখানকার নান্দেদে এলাকায়। মৃতদের মধ্যে একজন হচ্ছেন ৫০ বছরের নারী, অন্যজন হচ্ছেন ২৬ বছরের এক কৃষক। এছাড়া মৃত কৃষকের স্ত্রীও বজ্রাঘাতে আহত হয়েছেন। 

আরও পড়ুন: আবারও অগ্নিগর্ভ মণিপুর, মন্ত্রীর বাড়িতে হামলা 

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় বজ্রপাতে আরও তিন গবাদিপশুও মারা গেছে। গত দুই দিন ধরেই নান্দেদে একটানা ভারী বৃষ্টি হচ্ছে। 

তীব্র বৃষ্টিতে ওই এলাকার নদীও ফুঁসে উঠেছে। বন্যার পানি ঢুকেছে একাধিক বাড়িতে। এসব কারণে বিপাকে পড়েছেন অসংখ্য গ্রামবাসী। 

সূত্র : ইন্ডিয়া টুডে

এমইউ