আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২০ পিএম
রাশিয়ার বেলগোরোড অঞ্চলে ইউক্রেনের হামলা রুখে দেওয়ার দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আকাশে একাধিক রকেট ধ্বংস করে বেলগোরোড অঞ্চলে ইউক্রেনের হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, ইউক্রেন "উরাগান" মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম দিয়ে রাশিয়ান স্থাপনায় হামলা করেছে। এরপরও ওই হামলা প্রতিহত করতে সফল হয় রাশিয়ান সেনাবাহিনী।
আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধে যাচ্ছে ওয়াগনার গ্রুপ! দায়িত্বে ট্রোশেভ
তারা জানিয়েছে, ইউক্রেনের সঙ্গে সীমান্তের প্রায় ৪০ কিলোমিটার উত্তরে বেলগোরোড অঞ্চলে রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৯টি রকেট ধ্বংস করেছে।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ এখনও হামলার বিষয়ে মন্তব্য করেনি। এছাড়া চলমান সংঘাতের কারণে রুশ দাবির সত্যতা যাচাই করা কঠিন।
আরও পড়ুন: তালেবানের সঙ্গে রাশিয়ার বৈঠক
অপরদিকে ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে যে তারা দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে রাশিয়ার নিক্ষেপ করা ৪০টি ইরানি ড্রোনের মধ্যে ৩০টি ড্রোন ভূপাতিত করেছে।
ইউক্রেনীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড বলেছে, ২০টি ড্রোন মধ্য ভিনিশিয়া অঞ্চলে এবং আরও ১০টি ড্রোন দক্ষিণের ওডেসা এবং মাইকোলাইভ অঞ্চলে গুলি করে ভূপাতিত করা হয়েছে।
সূত্র : আল-জাজিরা, আনাদোলু এজেন্সি
এমইউ