images

আন্তর্জাতিক

ইসকনের বিরুদ্ধে মানেকা গান্ধীর গুরুতর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫২ পিএম

ইসকনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন বিজেপি নেত্রী মানেকা গান্ধী। তিনি বলেছেন, ‘ইসকন সবচেয়ে বড় প্রতারক। তারা কসাইদের কাছে গরু বিক্রি করে।’ তবে ইসকন কর্তৃপক্ষও এ বিজেপি এমপির মন্তব্যের কড়া জবাব দিয়েছে।

এ বিষয়ে দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মানেকা গান্ধী ‘ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস’ (ইসকন)-এর ওপর তীব্র আক্রমণ করেছেন। তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মানেকার অভিযোগ, ইসকন তার গো-আশ্রমের গরু কসাইদের কাছে বিক্রি করে।’

আরও পড়ুন: জাতিসংঘে নাম না করে কানাডার সমালোচনায় ভারত

ওই ভিডিওতে মানেকাকে বলতে শোনা যায়, ‘বর্তমানে ভারতের সবচেয়ে বড় প্রতারক সংস্থা হলো ইসকন। তারা গো-আশ্রয় কেন্দ্র গড়ে তোলেন, এগুলো চালানোর জন্য তারা দেশের সরকারের কাছ থেকে অগণিত সুবিধা পান। বড় জমিও বরাদ্দ পান।’ 

তিনি বলেন, ‘আমি এইমাত্র ইসকনের অনন্তপুর গোশালা পরিদর্শন করেছি। তাদের সব কয়টি গাভীই দুগ্ধবতী। একটিও এমন কোনো গরু ছিল না, যারা দুধ দেয় না। কোনো বাছুরও ছিল না। সব বিক্রি হয়ে গেছে। ইসকন তার সমস্ত গরু কসাইদের কাছে বিক্রি করছে।’ 

আরও পড়ুন: শিখ নেতা হত্যা, মুসলিম কানাডিয়ানদের উদ্বেগ

বিজেপি এমপির এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে। এ নিয়ে মানুষ নানান ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন। ইসকনও এই বিষয়ে সাড়া দিয়েছে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর ইসকন এ বিজেপি এমপির বক্তব্যকে ভিত্তিহীন ও মিথ্যা বলে অভিহিত করেছে। ইসকনের মুখপাত্র যুধিষ্ঠর গোবিন্দ দাস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন, ‘শুধু ভারতে নয়, বিশ্বব্যাপী গরু ও ষাঁড়ের সুরক্ষা এবং যত্নের ক্ষেত্রে ইসকন এগিয়ে রয়েছে। ইসকন বিশ্বের অনেক জায়গায় গরু সংরক্ষণ করছে যেখানে গো-মাংস একটি প্রধান খাদ্য।  ইসকন ভারতে ৬০টিরও বেশি গরুর আশ্রয়কেন্দ্র পরিচালনা করছে। এখানে শত শত গরু-ষাঁড় রক্ষা করা হয়। তারা সারা জীবন যত্নও পায়। যে গরুগুলো ইসকনের গোয়ালঘরে আসে সেগুলোই হয় জবাই থেকে রক্ষা পেয়েছে বা আহত হয়েছে।’

সূত্র : দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে

এমইউ