images

আন্তর্জাতিক

দারিদ্র্যসীমায় ১০ কোটি, পাকিস্তানকে সতর্ক করল বিশ্বব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৮ পিএম

পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। শুক্রবার বিশ্বব্যাংক জানিয়েছে, পাকিস্তানে গত আর্থিক বছরে দারিদ্র্যের হার ৩৯ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

ডনের খবরে বলা হয়েছে, অতিরিক্ত ব্যয় কমানো এবং অপ্রচলিত খাত থেকে কর সংগ্রহ বাড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বব্যাংক।

আরও পড়ুন: পারমাণবিক অস্ত্র কোথায় লুকিয়ে রেখেছে পাকিস্তান?

সংস্থাটি জানিয়েছে, এর ফলে পাকিস্তানে নতুন করে দরিদ্র হয়েছে প্রায় ১ কোটি ২৫ লাখ মানুষ। এ নিয়ে দেশটিতে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৯ কোটি ৫০ লাখ।

এ দিন পাকিস্তানের পরবর্তী সরকারের জন্য খসড়ানীতি প্রস্তাবনা উন্মোচন করেছে ওয়াশিংটনভিত্তিক ঋণদাতা সংস্থাটি। এতে মানব উন্নয়নের অভাব, অস্থিতিশীল আর্থিক পরিস্থিতি, অতি-নিয়ন্ত্রিত বেসরকারি, কৃষি ও জ্বালানি খাতকে পরবর্তী সরকারের সংস্কার কার্যক্রমে অগ্রাধিকারের ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

দেশটিতে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ টোবিয়াস হক বলেছেন, পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন বিশ্বব্যাংক। গুরুতর অর্থনৈতিক ও মানব উন্নয়ন সংকটের সম্মুখীন পাকিস্তান। এটি এমন এক পর্যায়ে রয়েছে, যেখানে বড় ধরনের নীতিগত পরিবর্তন প্রয়োজন।

আরও পড়ুন: জাতিসংঘে ভারতের বিরুদ্ধে যা বললেন পাকিস্তানি প্রধানমন্ত্রী

তিনি বলেন, পাকিস্তানের অর্থনৈতিক মডেল এখন আর দারিদ্র্য কমাচ্ছে না। এতে সমকক্ষ দেশগুলোর তুলনায় জীবনযাত্রার মানে পিছিয়ে পড়ছেন পাকিস্তানীরা।

একে