images

আন্তর্জাতিক

‘ক্রিমিয়ায় নৌ সদর দফতরের হামলায় ঊর্ধ্বতন রুশ কর্মকর্তা নিহত’ 

আন্তর্জাতিক ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৮ পিএম

ক্রিমিয়ায় রাশিয়ার নৌ সদর দফতরে চালানো হামলায় ঊর্ধ্বতন রুশ কর্মকর্তা নিহত হয়েছেন। ইউক্রেনের সেনাবাহিনী এ দাবি করেছে।

শুক্রবার ক্রিমিয়ান বন্দর শহর সেভাস্তোপলে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিট (কৃষ্ণসাগরীয় নৌবহর) সদর দফতরে একটি ক্ষেপণাস্ত্র হমলার পর ইউক্রেন বলেছে, ‘ঊর্ধ্বতন রাশিয়ান নৌবাহিনীর কমান্ডারসহ অনেকে হতাহত হয়েছেন।’

আরও পড়ুন: কৃষ্ণসাগরে রুশ নৌবহরের সদর দফতরে ইউক্রেনের হামলা

ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, ‘আক্রমণের বিস্তারিত তথ্য যত তাড়াতাড়ি সম্ভব প্রকাশ করা হবে এবং এর ফলে রুশ নৌবাহিনীর শীর্ষ কমান্ডারসহ কয়েক ডজন ব্যক্তি নিহত ও আহত হয়েছেন।’

তারা জানিয়েছেন, ‘রাশিয়ান নৌবাহিনীর শীর্ষ নেতৃত্বের একটি বৈঠক চলছিল, ওই সময় হামলা করা হয়েছে।’

আরও পড়ুন: ইউক্রেনের ১৯ ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার

ইউক্রেনের এ দাবির বিষয়ে রাশিয়ার কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইউক্রেনে রুশ আক্রমণকে আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে মূল কেন্দ্র হিসেবে কাজ করছে ক্রিমিয়া। এ অঞ্চলের সেভাস্তোপল শহরটি ১৯ শতক থেকে রুশ কৃষ্ণসাগরীয় নৌবহরের প্রধান ঘাঁটি। রুশ-ইউক্রেনীয় যুদ্ধের শুরু থেকেই রাশিয়ান নৌবাহিনীর অভিযানের জন্য এ ঘাঁটিটি বিশেষ গুরুত্ব পেয়েছে।

সূত্র : আল-জাজিরা

এমইউ