আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৫ পিএম
ভারতের লোকসভায় পাশ হয়েছে ঐতিহাসিক নারী সংরক্ষণ বিল। বুধবার লোকসভায় প্রায় ৪৫৪-২ ভোটে নারী সংরক্ষণ বিল পাস হয়েছে। আজ রাজ্যসভায় বিলটি পেশ করা হবে।
বুধবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা ও রাজ্য বিধানসভায় নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিল পাস হয়েছে। ‘নারী শক্তি বন্দন অধিনিয়াম’ আজ রাজ্যসভায় পেশ করা হবে। দেশটির নতুন সংসদ ভবনে প্রথম পাস হওয়া বিলের ভোটাভুটির সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতীয় গণমাধ্যম খলসা ভক্স জানিয়েছে, ‘লোকসভায় পাশ হয়েছে ‘নারী শক্তি বন্দন আইন’। নারী সংরক্ষণ বিলের সমর্থনে ৪৫৪ টি ভোট পড়েছে এবং এর বিপক্ষে মাত্র দু’টি ভোট পড়েছে। এই বিলটি ভারতের নতুন সংসদ ভবনে উত্থাপিত প্রথম বিল। আজ এই বিল রাজ্যসভায় পেশ করা হবে। সংসদ এবং রাজ্য বিধানসভায় নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিল ‘নারী শক্তি বন্দন আইন’ লোকসভায় পাস হয়েছে।’
নারী সংরক্ষণ বিলের সমর্থনে ৪৫৪ টি ভোট পড়েছে এবং এর বিপক্ষে মাত্র দুটি ভোট পড়েছে। আজ এই বিল রাজ্যসভায় পেশ করা হবে। বিলের ওপর আলোচনার জন্য সাড়ে সাত ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। এই বিল রাজ্যসভায়ও পাস হলে তা আইন হিসেবে কার্যকর হবে।
লোকসভায় এই বিল পাশ করার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ সমস্ত এমপিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘নারী শক্তি বন্দন আইনের মাধ্যমে নতুন সংসদ ভবনের একটি দুর্দান্ত সূচনা হয়েছে। এটি নারী নেতৃত্বাধীন উন্নয়নে অভূতপূর্ব গতি দিতে যাচ্ছে। এটি সব রাজনৈতিক দলের কাছ থেকে ঐতিহাসিক সমর্থন পেয়েছে। উন্নত ও স্বনির্ভর ভারতের সংকল্প পূরণে এটা একটি ‘মাইলফলক’ হবে। আমি সকল এমপিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি’।
নারী শক্তি বন্দন আইন’ হলো লোকসভা এবং বিধানসভায় নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের একটি বিল। বিলটি আইনে পরিণত হলে, লোকসভা এবং বিধানসভার এক-তৃতীয়াংশ আসন নারীদের জন্য সংরক্ষিত হবে। এখন পর্যন্ত, লোকসভায় মোট ৫৪৩টি আসন রয়েছে, যার মধ্যে এই বিলটি কার্যকর হওয়ার পরে ১৮১টি আসন নারীদের জন্য সংরক্ষিত হবে। একইভাবে, সমস্ত রাজ্যের বিধানসভায় নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।
‘নারী শক্তি বন্দন আইন’ লোকসভা এবং রাজ্যসভা উভয়েই পাশ হওয়ার পর আইনের রূপ নেবে। তবে এটি কার্যকর হতে কিছুটা সময় লাগবে। আদমশুমারির পর সীমানা নির্ধারণের পরই এই আইন কার্যকর করা হবে। এর থেকে এটা স্পষ্ট যে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নারীদের জন্য কোনো আসন সংরক্ষণ করা হবে না। কার্যকর হওয়ার পরে এই আইনের অধীনে নারীরা ১৫ বছরের জন্য সংরক্ষণের সুবিধা পাবেন।
সূত্র : দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস, খলসা ভক্স
এমইউ